শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৬:০৬ অপরাহ্ন

ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা চাইলেন আমেরিকা-ব্রিটেনসহ ১২ দেশের ২০০ এমপি

রিপোর্টারের নাম / ৮৯ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে

অনলাইন ডেস্ক:
ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা চাইলেন আমেরিকা-ব্রিটেনসহ ১২ দেশের ২০০ এমপি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরায়েলের বর্বর সামরিক বাহিনী যে আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তার প্রতিবাদে এই অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন এসব এমপি।

তারা বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল গাজা যুদ্ধের মাধ্যমে মারাত্মকভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।
প্রোগ্রেসিভ ইন্টারন্যাশনাল নামে একটি নেটওয়ার্কের আওতাভুক্ত সমাজবাদী চিন্তাধারার এসব আইনপ্রণেতা এক চিঠিতে বলেছেন, “আমরা জানি যে, আমাদের দেশগুলোর মধ্যদিয়ে ইসরায়েলের কাছে প্রাণঘাতী অস্ত্র, সেগুলোর যন্ত্রাংশ অথবা প্রস্তুতকৃত অস্ত্র পাঠানো হচ্ছে এবং এই সমস্ত অস্ত্র ব্যবহার করে ইসরায়েলি সেনারা গাজার ৩০ হাজার জীবন কেড়ে নিয়েছে।”

এসব এমপি জোর দিয়ে বলেন, ইসরায়েলের জঘন্য অপরাধমূলক হত্যাকাণ্ডের কারণে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এবং অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করা জরুরি হয়ে পড়েছে।

আইনপ্রণেতারা বলেন, আন্তর্জাতিক বিচার আদালত গাজায় ইহুদিবাদী ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধের রাশ টেনে ধরার জন্য আদেশ দেওয়ার পর আমরা আর অপেক্ষা করতে পারি না। ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করা এখন আমাদের নৈতিক দায়িত্ব হয়ে পড়েছে।

জানুয়ারি মাসে আন্তর্জাতিক বিচার আদালত দক্ষিণ আফ্রিকার দায়ের করা একটি মামলার শুনানিতে ইহুদিবাদী ইসরায়েলকে গাজায় যুদ্ধবিরতি এবং গণহত্যামূলক যুদ্ধ বন্ধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা দেওয়ার নির্দেশ দেয়। কিন্তু ইসরায়েল আজ পর্যন্ত সেই নির্দেশ অনুসারে কোনও পদক্ষেপ নেয়নি।

ইসরায়েলের বিরুদ্ধে চিঠিতে যেসব এমপি সই করেছেন তার মধ্যে ব্রিটিশ পার্লামেন্টের ৩৯ জন সদস্য রয়েছেন। এছাড়া, আছেন আমেরিকা, অস্ট্রেলিয়া, ফ্রান্স, বেলজিয়াম, কানাড়া, ব্রাজিল, স্পেন, নেদারল্যান্ড এবং তুরস্কের আইনপ্রণেতারা। সূত্র: দ্য গার্ডিয়ান, টাইমস অব ইসরায়েল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir