সোমবার, ০৬ মে ২০২৪, ০২:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
সারাদেশে কালবৈশাখী ঝড়ের সতর্কতা জারি নাটোরে বাজুসের মতবিনিময় সভা নাটোরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের নির্মাণ কাজের উদ্বোধন জয়পুরহাটে তিন উপজেলা নির্বাচনী প্রচার-প্রচারণায় মাঠ গরম। বেলকুচিতে ভাইরাল ভিডিওকে গুজব ও পুলিশের মামলাকে মিথ্যা দাবী করে চেয়ারম্যান প্রার্থী আমিনুলের সংবাদ সম্মেলন ভুল তথ্যে প্লট কেনা ও হস্তান্তরে বরাদ্দ বাতিল ‘অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সেনাবাহিনী’ রেমিট্যান্স প্রবাহ বাড়াতে প্রণোদনার সুপারিশ বাংলাদেশ ব্যাংকের সারিয়াকান্দিতে দিনব্যাপী গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন চেয়ারম্যান প্রার্থী শাহজাহান আলী চলতি অর্থবছরের ১০ মাসে প্লাস্টিক পণ্য রপ্তানি বেড়েছে ১৮ শতাংশ

বেলকুচিতে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রচারনায় সংসদ সদস্যের ভাই ও সহকারি, দলে বিভক্তি বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক / ১৪০ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে


সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ইন্জিনিয়ার আমিনুল ইসলামের পক্ষে প্রচারনা চালাচ্ছেন সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডলের ছোটভাই আব্দুল আলিম মন্ডল ও ব্যাক্তিগত সহকারি মো: সেলিম রেজা। প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা এবং আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অবমাননা করে সংসদ সদস্যের পরিবার ও ব্যক্তিগত কর্মকর্তারা একজন প্রার্থীর পক্ষে প্রচারনা চালানোয় স্থানীয় পর‌্যায়ে দলে বিভক্তি বৃদ্ধি হবে বলে মনে করছেন আওয়ামীলীগ নেতারা। আর প্রতিদ্বন্দি অপর প্রার্থীদের অভিযোগ ইন্জিনিয়ার আমিনুল ইসলামের পক্ষে কাজ করতে আওয়ামীলীগ নেতাদের চাপ প্রয়োগ করা হচ্ছে, কাজ না করলে দেয়া হচ্ছে নানা হুমকি। আব্দুল মমিন মন্ডল এমপি’র একজন প্রার্থীর প্রতি পক্ষপাতিত্ব স্পষ্ট হওয়ায় প্রভাব বিস্তারের সুযোগ সৃষ্টির পাশাপাশি লেভেল প্লেয়িং ফিল্ড বিনষ্টের আশংকা করছেন অনেকেই।

জানা যায়, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম দফায় অনুষ্ঠিত হচ্ছে সিরাজগঞ্জের বেলকুচি, সদর ও কাজিপুর উপজেলা পরিষদের নির্বাচন। এই নির্বাচনে বেলকুচি উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন তিনজন, এরা হলো, আওয়ামীলীগ নেতা ও ব্যাবসায়ি আলহাজ্ব মো: বদিউজ্জামান ফকির, আওয়ামীলীগ নেতা মীর সেরাজুল ইসলাম ও সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডলের মালিকানাধিন গার্মেন্টসের জিএম ও সাবেক ভিপি ইন্জিনিয়ার আমিনুল ইসলাম। এদের মধ্যে ইন্জিনিয়ার আমিনুল ইসলাম সংসদ সদস্য ও তার পরিবারের আস্থাভাজন ও রাজনৈতিক প্রতিনিধি হিসেবে পরিচিত বেলকুচিতে।
আমিনুল ইসলাম উপজেলা চেয়ারম্যান পদে প্রতিক বরাদ্দ পাওয়ার পর থেকেই তার পক্ষে প্রচারনা শুরু করে সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডলের ছোটভাই আব্দুল আলিম মন্ডল ও ব্যাক্তিগত সহকারি মো: সেলিম রেজা।


সংসদ সদস্যের ছোটভাই আব্দুল আলিম মন্ডল তাদের এনায়েতপুরের রুপনাইয়ে অবস্থিত নিজ বাড়িতে মঙ্গলবার রাত থেকেই আওয়ামীলীগ নেতা, কর্মি, জনপ্রতিনিধি ও বিভিন্ন সমাজের প্রতিনিধিদের ডেকে মতবিনিময় করার পাশাপাশি ইন্জিনিয়ার আমিনুল ইসলামকে সংসদ সদস্য সমর্থিত প্রার্থী ঘোষনা করে তাকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান। আমিনুল ইসলাম নির্বাচিত না হলে যারা অন্য প্রার্থীদের পক্ষ হয়ে কাজ করছেন নির্বাচন পর তাদের অবমুল্যায়ন হবে বলেও হুমকি প্রদান করা হয় এসময়।



সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডলের ব্যক্তিগত সহকারি মো: সেলিম রেজাও আমিনুল ইসলামের পক্ষে মাঠে রয়েছেন প্রথম থেকেই। মঙ্গলবার প্রতিক বরাদ্দ দেওয়ার পর সুবর্নসাড়া মাদ্রাসায় অনুষ্ঠিত দোয়া মাহফিলেও উপস্থিত ছিলেন সেলিম রেজা। অভিযোগ উঠেছে আমিনুল ইসলামের পক্ষে কাজ করতে নেতা-কর্মিদের চাপ প্রয়োগ করছেন সেলিম রেজা।


বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মো: বদিউজ্জামান ফকির ও আনারস প্রতিকের চেয়ারম্যান প্রার্থী মীর সেরাজুল ইসলাম অভিযোগ করে বলেন, দলীয় প্রধান ও দলের কেন্দ্রীয় সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডলের পরিবার একজন প্রার্থীর পক্ষে কাজ করছেন। এতে নির্বাচন প্রভাবিত হবে, সুষ্ঠ পরিবেশ বিঘ্নিত হবে বলে আশংকা করছি।

এ বিষয়ে সংসদ সদস্যের ব্যাক্তিগত সহকারি মো: সেলিম রেজা বলেন, দু একদিন প্রচারনা করেছি, এখন আর যাচ্ছি না।

উল্লেখ্য, আগামী ০৮ মে ইভিএম এ ভোটগ্রহন করা হবে বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচনের। এই নির্বাচনে চেয়ারম্যান পদে তিন, ভাইস চেয়ারম্যান পদে তিন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রতিদ্বন্দিতা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir