খুব শিগগিরই একটি শক্তিশালী আন্দোলন শুরু হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। রবিবার পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এনসিপির পথযাত্রা পরবর্তী সমাবেশে এসব কথা বলেন নাহিদ ইসলাম। তিনি বলেন, “আমরা কাউকে ভয় পাই না। চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে। যদি এনসিপির কেউ এর সাথে জড়িত হয়, তাকেও ছাড় দেওয়া হবে না।” এনসিপির পদযাত্রা সার্কিট হাউস থেকে শুরু করে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে শহীদ মিনারে পৌঁছায়। প্রবল বর্ষা উপেক্ষা করে সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নাহিদ ইসলাম আরও বলেন, “এক সময় আমরা মাত্র কয়েকজন মিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়েছিলাম, কিন্তু এখন লাখ লাখ মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। হাসিনার পতন ঘটানোর মতো শক্তি আমাদের আছে।” তিনি বলেন, “গণ-অভ্যুত্থানের পরে আমরা দেশের সংস্কার চেয়েছি, বিচার চেয়েছি এবং নতুন সংবিধান চেয়েছি। কিন্তু কিছু পক্ষ আমাদের এই দাবির বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। তবে গণ-অভ্যুত্থানের শক্তি এখনও আমাদের সাথে আছে।” ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) দ্বারা বাংলাদেশিদের হত্যা নিয়ে নাহিদ ইসলাম বলেন, “সীমান্ত হত্যা যদি বন্ধ না হয়, আমরা সীমান্ত অভিমুখে লংমার্চসহ বৃহত্তর আন্দোলন গড়ে তুলব।” এনসিপির এই পদযাত্রা বাগেরহাট হয়ে পিরোজপুর শহরে প্রবেশ করলে শত শত মানুষ তাদের শুভেচ্ছা জানায়। পথসভাটি পরিচালনা করেন এনসিপির জেলা প্রধান সমন্বয়কারী মশিউর রহমান। এতে আরও উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, ডা. তাসনিম জারা, ফয়সাল মাহমুদ শান্ত, নাজমুল ইসলাম সোহাগ, মাহাবুবুল আলম নাঈম আরও অনেকে।