সম্প্রতি বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে খবরের আদলে প্রকাশ করা হয় যে, কুষ্টিয়ার মিরপুর উপজেলার সুজিতা ভিলা ও সংলগ্ন জমির অবৈধ দখলদার আমি ও আমার পরিবার। এমন অদ্ভুত প্রচারণায় আমি, আমার পরিবার ও প্রতিবেশীরা অবাক হয়েছি। বিভিন্ন অযৌক্তিক, মনগড়া, বেআইনী এবং ভিত্তিহীন তথ্য লিখে বিব্রতকর ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি করা হয়েছে।
কারণ, আমার মা সুজিতার নিজ নামের সম্পত্তিকে অবৈধ দখল বলে উল্লেখ করা হয়েছে। এতে, সরকারি বিভিন্ন দপ্তর বিভ্রান্ত হচ্ছে, পাশাপাশি সামাজিক ভাবে আমার পরিবারের মানহানী ঘটছে।
মিরপুর বাজারের সড়ক ও জনপথ বিভাগের রাস্তার ধারে আমার পূর্ব পুরুষের সম্পত্তি, যা বর্তমানে সকল কাগজপত্র অনুসারে আমার মায়ের বৈধ সম্পত্তি। এই জমিগুলোতে আমাদের দীর্ঘ কালের পুরনো বসতবাড়ি এবং ব্যাবসায়িক ভবন রয়েছে। গণমাধ্যমের সহায়তায় সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে, সম্পত্তির ন্যায্য মালিকানা প্রসঙ্গে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে বিশৃঙ্খলা তৈরি এবং উন্নয়ন কাজে বাঁধা সৃষ্টি থেকে পরিত্রাণে অনুগ্রহ করে সহযোগিতা করবেন।
পাশাপাশি, বিভিন্ন ইন্টারনেট মাধ্যমে খবরের আদলে ‘বস্তুনিষ্ঠ নয় এমন’ লেখা ছড়িয়ে দেয়ার মতো ষড়যন্ত্রমূলক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তথ্য যাচাই না করে বিভ্রান্তিকর প্রচারণা সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর। দেশের জন্যেও হুমকি।
কৃতজ্ঞতায়
জিয়ানুল হক খান বাবলু চৌধুরী
পিতা: মরহুম মেজবাহুল হক খান চৌধুরী হুমা।
মিরপুর, কুষ্টিয়া।