খাগড়াছড়ির গুইমারার জালিয়াপাড়া বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১৯টি দোকান সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে শনিবার দিবাগত রাত দেড়টার দিকে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে মাটিরাঙ্গা ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, বিজিবি ও আনসারের সহায়তায় এক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা যায়।
প্রাথমিকভাবে জানা গেছে, বাজারের একটি গাড়ির ওয়ার্কশপ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। স্থানীয়দের ধারণা, শর্ট সার্কিটের কারণে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। এ ঘটনায় ব্যবসায়ীদের দাবি অনুযায়ী ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক এক কোটি টাকা।