নাটোর প্রতিনিধি :
নাটোরের নলডাঙ্গায় শ্যালো ইঞ্জিন চালিত গরুবাহি ভুটভুটির ধাক্কায় অটো চার্জার ভ্যান উল্টে শেখ শাহিন আলমঙ্গীর (৭০) নামে এক সাবেক সেনা সদস্য নিহত হয়েছে। সোমবার (১৫ মে) দুপুর ১টার সময় উপজেলার নলডাঙ্গা-শেরকোল সড়কের রায়সিংহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শেখ শাহিন আলমঙ্গীর জেলার সিংড়া উপজেলার উত্তর ঢাকঢোল গ্রামের মৃত আকবর আলীর ছেলে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম এ তথ্য নিশ্চিত করে জানান, সোমবার দুপুরের দিকে শেখ শাহিন আলমঙ্গীর একটি অটোচার্জার ভ্যানে করে নলডাঙ্গার দিকে আসছিলেন। পথে নলডাঙ্গা-শেরকোল সড়কের রায়সিংহপুর এলাকায় পৌছালে বিপরীত দিকে থেকে শ্যালো ইঞ্জিন চালিত গরুবাহি ভুটভুটি আসছিল। একই সময়ে অপর একটি ভ্যান গাড়িও এসে পড়ে। এ অবস্থায় ওই ভ্যানগাড়িকে সাইড দিতে গিয়ে ভুটভুটির সাথে ধাক্কা লেখে অটো চার্জার ভ্যানটি উল্টে যায়। এসময় তিনি সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর জখম হন। এ অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। এ ব্যাপাওে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান ওসি।