সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৩:১০ অপরাহ্ন
শিরোনামঃ
প্রথমবারের মতো নিলামে ১৭ কোটি ১০ লাখ ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক সারা দেশে মব সৃষ্টির প্রতিবাদে নওগাঁ ছাত্রদলের বিক্ষোভ মিছিল নওগাঁয় জাতীয় সনদ ও নাগরিক প্রত্যাশা শীর্ষক নাগরিক সংলাপ  খানসামায় বিশ্ব জনসংখ্যা দিবস পালন তিন ঘন্টা পর ঢাকার সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক বাড্ডায় চাঞ্চল্যকর আনোয়ার হত্যা: গ্রেপ্তার নূরার রিমান্ডে দেওয়া তথ্যে মিলল বিদেশি পিস্তল ১২ ইংলিশ ব্যাটারকে বোল্ড করে ইতিহাসে ভারত বরগুনায় ডেঙ্গু আক্রান্ত ৪৬, মোট আক্রান্ত ৩ হাজার ৯৫৯ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন নির্দেশনা দিয়ে মাউশির চিঠি বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুমকি সুইস বিনিয়োগকারীর

‘জায়েদ খান বিড়ির মতো সবাই শুধু টানতে চায়’

অনলাইন ডেস্ক: / ২২৬ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪, ৫:৫৫ অপরাহ্ন

জায়েদ খানের ‘সোনার চর’ সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে হাজির হচ্ছেন তরুণ-তরুণী থেকে শুরু করে বয়সোর্ধ্বরা। এর মধ্যে ছবি দেখা শেষে উচ্ছ্বাসে ফেটে পড়তে দেখা গেছে এক নারী ভক্তকে।

যিনি নিজেকে জায়েদ খানের অনেক বড় ভক্ত বলে দাবি করেছেন। একইসঙ্গে এই নায়ককে বাংলার সালমান খান বলেও মন্তব্য করেছেন।

সিনেমা দেখে বের হয়ে ঈদে নায়কের ‘বিড়ি’ গানের মিউজিক ভিডিওর ট্রলকারীদেরও একহাত নেন ওই নারী। পাশাপাশি নায়কের ক্যারিয়ারের শুরু থেকেই তার সিনেমা দেখে বলে জানান।

শুক্রবার (১২ এপ্রিল) ব্লকবাস্টার সিনেমাসে তিনি বলেন, যারা জায়েদের বিড়ি গান নিয়ে ট্রল করছেন তাদের বলতে চাই, বিড়ি খাইলে হয় ক্যানসার এটা শুধু গান না, একটি সামাজিক বার্তা। বিড়ির খারাপ দিক নিয়েই এই গান।

জায়েদের ওই ভক্ত আরও বলেন, জায়েদ খানের বিয়ে হলে কান্নাকাটি করব। তবে তার বিয়েতে নাচানাচিও করার ইচ্ছা আছে। জায়েদের প্রতি উৎসবে সিনেমা মুক্তি দেওয়া প্রয়োজন। জায়েদ খান আসলে বিড়ির মতো, সবাই শুধু টানতে চায়। তার অনেকগুলো বডি গার্ড নিয়ে বুক টান করে হেঁটে চলা দেখতেও ভালো লাগে। তিনি আমার স্বপ্নের পুরুষ।

‘সোনার চর’ পরিচালনা করেছেন জাহিদ হাসান। এতে জায়েদ খান ছাড়াও অভিনয় করেছেন ওমর সানী, মৌসুমী, স্নিগ্ধা, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন প্রমুখ।

এই সিনেমার মাধ্যমে দীর্ঘ একযুগ পর ঈদে মুক্তির পেল জায়েদের কোনো সিনেমা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir