সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কাজিপাড়ায় রাতে ১০/১২ জন সংঘবদ্ধ চোরের দল সংযোগ বিহীন বিদ্যুতের টাওয়ারের যন্ত্রপাতি খুলে চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা হাতেনাতে রাকিব নামের একজনকে ধরলেও বাকিরা পালিয়ে যায়। পরে ২০ হাজার টাকার বিনিময়ে চোরকে ছেড়ে দেয় স্থানীয় মাতব্বর সাধু হাজী।
কালিয়া পুর্ব পাড়া গ্রামের বাদশা মোল্লার ছেলে ট্রাক্টর চালক রফিকুল ইসলাম বলেন, কাজি পাড়া গ্রামের মোফাজ্জলের ছেলে আব্দুল হামিদ, রফিকুলের ছেলে সাব্বির, ফজল মোল্লার ছেলে রাকিব, গহেরের ছেলে হাবু, রাজ্জাক মোল্লার ছেলে সবুজসহ ১০/১২ জন সংঘবদ্ধ চোরের দল বেশ কিছু দিন ধরে রাতে ঐ টাওয়ারের যন্ত্রপাতি খুলে চুরি করে নিয়ে যায়। গত শুক্রবার রাতে টাওয়ারের অবশিষ্টাংশ ঐ সংঘবদ্ধ চোরের দল চুরি করে নিয়ে যাওয়ার সময় আমরা স্থানীয়রা রাকিব নামের একজনকে হাতেনাতে ধরে ফেলি এবং বাকিরা পালিয়ে যায়। পরে, রাকিব নামের ঐ ছেলেকে আমাদের স্থানীয় মুরুব্বি সাধু হাজীর নিকট জমা দেই।
স্থানীয় ওমর ফারুক, আব্দুল কাদের জানান, সরকারি সম্পদ কর্তৃপক্ষের নজর না থাকায় টাওয়ারের বেশিরভাগ অংশ চুরি করে নিয়েছে ঐ সংঘবদ্ধ চোরের দল।
সুধা হাজী বলেন, গত শুক্রবার রাতে বিদ্যুতের টাওয়ার চুরির সময় গ্রামবাসী কাজিপাড়ার রাকিবকে হাতেনাতে ধরে এবং বাকিরা পালিয়ে যায়। পরে তাকে আমার নিকট নিয়ে আসে। স্থানীয়দের অনুরোধে চোরকে ছেড়ে দেওয়া হয় । পরে যারা চোরকে ধরেছে তাদেরকে খিচুড়ি মাংস খাওয়ার জন্য কিছু টাকা জরিমানা নিয়ে এবং অডিও ভিডিওতে চোরের স্বীকারোক্তি নিয়ে ছেড়ে দেওয়া হয়। তিনি আরও বলেন, বেশ কিছুদিন ধরে কাজিপাড়া ও চুনিয়াহাটি গ্রামের কতিপয় লোকজন টাওয়ারের বেশিরভাগ অংশ চুরি করে নিয়েছে। আর সামান্য কিছু অংশ জমির উপর আছে। এ ব্যাপারে কর্তৃপক্ষের কোন নজর নেই।