সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০১:৩৮ অপরাহ্ন

মাহির সঙ্গে প্রেমের গুঞ্জন, যা বললেন জয় চৌধুরী

অনলাইন ডেস্ক: / ১৯৩ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ১১:২৯ পূর্বাহ্ন

একসঙ্গে সিনেমা না করলেও চিত্রনায়ক জয় চৌধুরীর সঙ্গে প্রায়ই মাহিয়া মাহিকে দেখা যায়। দু’জনের মধ্যে বেশ ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বলে দাবি করেন তারা। তবে এরই মধ্যে গুঞ্জন রটেছে তারা প্রেমের সম্পর্কে রয়েছেন।

সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনের একটি অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা যায়। এরপরই প্রেমের গুঞ্জন চাউর হয়। সেখানে জয় বলেছিলেন, ‘খোলামেলা বিষয়টা আসলে সবাই ভালোভাবে নেন না। গোপন থাকলে বিষয়টার মধ্যে একটা পবিত্রতা থাকে। মাহির সঙ্গে আমার বন্ধুত্ব অল্প দিনের হলেও আমাদের সম্পর্কের গভীরতা অনেক।’

অন্যদিকে মাহি বলেছিলেন, ‘জয়ের সঙ্গে অল্প সময়েই আমার বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেছে। ওর সঙ্গে ২০১৯ থেকেই আমার বেশ ভালো সম্পর্ক। কিন্তু গোপন রেখেছিলাম। কারণ, যেকোনো জিনিস গোপন রাখলে সেটা সুন্দর থাকে।’ এরপর থেকেই এই গুঞ্জন চাউর হয়। তবে এ গুঞ্জন সত্য নয় বলে দাবি করেছেন জয়।

 

জয় বলেন, ‘সত্যি বলতে, এই নিউজের বিষয়ে আমিও জানি না। আপনাদের ভাবি (জয়ের স্ত্রী) একটু আগে আমাকে ইনবক্স করেছে। মাহি ইনবক্স করেনি এখনো। কারণ, মাহির সঙ্গে তো আমি সাক্ষাৎকার দিয়েই এসেছি। মাহির সঙ্গে আমার প্রেম–ট্রেম তো প্রশ্নই আসছে না। আমরা খুব ভালো বন্ধু।’

তিনি বলেন, ‘আমি, মাহিসহ যারা আমাদের গ্রুপে আছেন, সবাই পরিবারের মতো। এতে আমার পরিবার থেকে কোনো সমস্যা নেই। আমাদের এমন কোনো সম্পর্ক নেই, যেটা নিয়ে কথা-চালাচালি হবে। আমাদের অনেক পবিত্র একটি সম্পর্ক। অনেক ভালো বন্ধু।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir