রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৩:৩২ অপরাহ্ন

চট্টগ্রামের সাঙ্গু গ্যাস ফিল্ডে ৩০ টন লোহার স্ক্র্যাপসহ ২৮ দুষ্কৃতিকারী আটক

নিজস্ব প্রতিবেদক / ৬২ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫, ৯:৫৩ অপরাহ্ন



চট্টগ্রামের সাঙ্গু গ্যাস ফিল্ড থেকে ৩০ টন লোহার স্ক্র্যাপসহ ২৮ জন দুষ্কৃতিকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, দেশের সমুদ্রসীমা, উপকূল এবং নদীর তীরবর্তী এলাকায় আইন-শৃঙ্খলা নিশ্চিতকরণের পাশাপাশি চোরাচালান নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার সন্ধ্যা ৬ টায় কোস্ট গার্ড জাহাজ তানভীর কর্তৃক চট্টগ্রামের পতেঙ্গা বহিঃনোঙ্গরে সাঙ্গু গ্যাস ফিল্ড এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে সাঙ্গু গ্যাস ফিল্ড হতে সরকারী সম্পদ চুরির কাজে ব্যবহৃত ২টি কাটিং মেশিন, ২৫টি অক্সিজেন সিলিন্ডার, ১০ টি গ্যাস সিলিন্ডার, আনুমানিক ৩০ টন চুরিকৃত স্ক্র্যাপ, ১টি বার্জ, ২টি লাইফ বোট ও ১টি টাগ বোটসহ ২৮ জন দুষ্কৃতিকারীকে আটক করা হয়।

তিনি আরও বলেন, জব্দকৃত সকল আলামতসহ আটককৃত দুষ্কৃতিকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir