গাজীপুরের কালিয়াকৈরে অটোরিকশা চালককে মারধর করার প্রতিবাদে সাবেক সফিপুর বাজার সমিতির সভাপতি মামুদ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছে আটো রিকশা শ্রমিক জনতা।
রোববার(১৩জুলাই) সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে সফিপুর এ বিক্ষোভ করে চালকরা।
জানা গেছে, শনিবার সকালে কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার সমিতির সাবেক সভাপতি মামুদ সরকার এক অটোরিকশা চালককে মারধর করে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়৷ এর প্রতিবাদে রোববার সকালে উপজেলার সফিপুর এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ওই সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ করেছে অটোরিকশা চালক ও জনতা।
আটো চালকরা বলেন, বিএনপির একজন বড় নেতা হয়ে সাধারণ দিনমজুরের উপর হামলার তিব্র নিন্দা জানায়। পাশাপাশি তার বিচারের দাবি জানাই৷ তাকে অবশ্যই জবাব দিতে হবে৷ না হলে আমরা কঠোর আন্দোলন করবো। প্রয়োজনে তারেক জিয়ার কাছে বিচার দিব। সে ১০ টাকা ভাড়ার জন্য আটোচালককে মেরেছে।
কালিয়াকৈর পৌর কমিটির আহ্বায়ক বিএনপির ও সফিপুর বাজার সমিতির সাবেক সভাপতি মাহমুদ সরকার জানান, অটোরিকশা চালক আমাকে পিছন থেকে মেরে দিয়েছে। আমি একটা চর মেরেছি। মারলে আরও মারতে পারতাম। কিন্তু মারিনি। আমার বিরুদ্ধে যারা বিক্ষোভ করেছে। আমিও তাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করবো।