আন্তর্জাতিক টি-টোয়েন্টি ও টেস্ট থেকে অবসরের ঘোষণা আগেই দিয়েছেন সাকিব আল হাসান। বাংলাদেশ ওয়ানডে দলেও নেই টাইগার অলরাউন্ডার। তাই সাকিবের সামনে শুধু অবসর সময়। ফাঁকা সময়টা কাজে লাগাতে চান টাইগার অলরাউন্ডার। তাই আসন্ন এশিয়ান লিজেন্ডস লিগে এশিয়ান স্টার্সের হয়ে খেলবেন সাকিব। এমনটাই খবর বিভিন্ন সংবাদ মাধ্যমের।
সবশেষ লঙ্কা টি-টেন লিগে খেলেছেন সাকিব। এরপর আর টাইগার অলরাউন্ডারকে মাঠে দেখা যায়নি। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী মার্চে শুরু হতে যাওয়া লিজেন্ডস লিগ দিয়ে মাঠে ফিরবেন সাকিব।
শুধু সাকিব নয়, লিজেন্ডস লিগে খেলবেন তামিম ইকবালও। বাংলাদেশ টাইগার্সের হয়ে মাঠ মাতাবেন জাতীয় দলের সাবেক এ অধিনায়ক। সাকিব ও তামিম দুইজন দুই দলে হওয়ায় তাদের লড়াই দেখতে পাবেন সমর্থকরা। যা সবশেষ দেখা গিয়েছিল ২০২৩ বিপিএলে।
শুধু তামিম নয় সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত হতে যাওয়া এই টুর্নামেন্টে বাংলাদেশ টাইগার্সের হয়ে খেলবেন দেশের ক্রিকেটের এক ঝাঁক সাবেক তারকা। আর সেই দলটার নেতৃত্ব দেবেন মোহাম্মদ আশরাফুল।
তামিম-আশরাফুল ছাড়াও বাংলাদেশ টাইগার্সের হয়ে খেলবেন নাঈম ইসলাম, আরিফুল হক, জিয়াউর রহমান, নাজিমউদ্দিন, তুষার ইমরান, অলক কপালির মতো সাবেক তারকা ক্রিকেটাররা। আর এই টুর্নামেন্ট দিয়ে দীর্ঘদিন পর বড় পরিসরের ক্রিকেটে দেখা যাবে ধীমান ঘোষ, আবুল হাসান রাজু, জুবায়ের হোসেন লিখন, মুকতার আলীর মতো ক্রিকেটারদের।
আগামী ১০ মার্চ মাঠে গড়াবে এশিয়ান লিজেন্ডস লিগ। প্রথম দিনেই ইন্ডিয়ান রয়্যালসের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ টাইগার্স। এরপর ১১ তারিখ তামিম-আশরাফুলদের প্রতিপক্ষ আফগান পাঠানস। ১২ মার্চ এশিয়ান স্টারস ও ১৪ মার্চ শ্রীলঙ্কান লায়ন্সের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ টাইগার্স। এই টুর্নামেন্টে আশরাফুলদের কোচের দায়িত্ব পেয়েছেন সাবেক প্রোটিয়া ক্রিকেটার হার্শেল গিবস।