ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে আগামীকাল সোমবার। ১২ দল ও ৪৮ ম্যাচের লিগের ট্রফি উন্মোচন হলো গতকাল মিরপুরে। লিগে এবার নতুন দুই দল গুলশান ক্রিকেট ক্লাব ও অগ্রণী ব্যাংক। প্রথমদিন মুখোমুখি হবে ছয় দল।
মিরপুরে গতবারের চ্যাম্পিয়ন আবাহনীর প্রতিপক্ষ নবাগত অগ্রণী ব্যাংক। মিরপুর ছাড়াও খেলা হবে বিকেএসপিতেও। ঢাকা প্রিমিয়ার লিগে এবারই প্রথম যুক্ত হচ্ছে টিভি রিভিউ সিস্টেম ও থার্ড আম্পায়ার। ম্যাচ সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।
এদিকে ঘরোয়া এই শীর্ষ টুর্নামেন্ট লীগে এখনো দল পাননি লিটন দাস এই তালিকায় রয়েছেন মুস্তাফিজুর রহমানও। লিটন গত আসরে খেলেছেন আবাহনীতে। এবার আবাহনী ভাঙ্গা হাট। ৮-১০ জন ক্রিকেটারকে তারা ধরে রাখতে পারেনি। লিটন দাসকে যে ক্লাব নিতে আগ্রহ দেখিয়েছে, তিনি ৬০ লাখ টাকা দাবি করেছেন। রূপগঞ্জ তাকে ৪০ লাখ টাকা দিতে চাইলে তিনি রাজি হননি। মুস্তাফিজের সঙ্গে কোনো দলের কথা হয়নি। একটি সূত্র জানিয়েছে, তার সঙ্গে আইপিএলের একাধিক দল যোগাযোগ করেছে।