রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৩:২৪ অপরাহ্ন

বাস চুরি করে পালানোর সময় দুর্ঘটনা, অতঃপর…

অনলাইন ডেস্ক / ৪০ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে সোমবার, ৩ মার্চ, ২০২৫, ১০:১৮ অপরাহ্ন

কুমিল্লার দেবিদ্বারে দুর্ঘটনায় উদ্ধার হলো চুরি হয়ে যাওয়া বাস! কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার উপজেলার ভিরাল্লায় সোমবার এই ঘটনা ঘটে।

মিয়ামি এয়ারকন নামে ঢাকা মেট্রো ব ১৫-৯৯-০৪ নম্বরের একটি বাস উদ্ধার করা হয়। এর আগে বাসটি সিএনজি অটো রিকশা ও ট্রাকটরকে ধাক্কা দিয়ে আসে। বাসটি উল্টে যাওয়ার পর চালক পালিয়ে যায়।

মিয়ামি এয়ারকন বাসের সুপারভাইজার হৃদয় বলেন, জাঙ্গালিয়া বাস টার্মিনালে গত রাতে এই বাসটি ছিলো। সকালে এসে দেখি বাস নাই। ভেবেছি হয়তো ড্রাইভার কোথাও পার্কিং করে রেখেছে। পরে জানতে পারলাম বাসটি দেবিদ্বারে সড়কে উল্টে আছে।

মালিক পক্ষের মো: স্বপন বলেন, গাড়ির চালক জহির মিয়া বাসটিকে জাঙ্গালিয়া পার্কিং করে বাসায় চলে যায়। গাড়ির একজন হেল্পার বাসটিকে চুরি করে নিয়ে যাওয়ার সময় উল্টে যায়। এর আগে কালিকাপুর স্ট্যান্ডে একটি সিএনজি ও একটি ট্রাকটরকে ধাক্কা মেরে ফেলে দিয়ে আসে। তাড়াহুড়ো করে চুরির বাসটি নিয়ে যাওয়ার সময় একাধিক স্থানে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে।

এ ব্যাপারে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ শামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন, আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। বাসটি হাইওয়ে পুলিশের সহযোগিতায় উদ্ধার করা হয়েছে। বাসটি চুরির সাথে সম্পৃক্তদের আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir