পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার পাড়েরহাটে অভি (৩0) নামে ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের এক যুগ্ম-আহবায়ককে অপহরন করার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় বিএনপি নেতাকর্মিদের বিরুদ্ধে । শুক্রবার সন্ধ্যার পরে উপজেলার পাড়েরহাট ইউনিয়নের কালিবাড়ি বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার পাড়েরহাট ইউনিয়নের
কালিবাড়ি বাজারে অভি হাওলাদার বিপুলের চায়ের দোকানে বসা ছিল। এসময় স্থানীয় বিএনপি নেতা নাদিম সিকদারের নেতৃত্বে ঐ দোকানের সামনে থেকে তাকে ফিল্মি স্টাইলে উঠিয়ে নিয়ে যাওয়া হয় । রাতে লাহুরী এলাকায় আটকে রেখে নাদিমের উপর শারীরিক নির্যাতন চালানো হয়। পরে তার পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন নাদিম ও তার সহযোগীরা। এসময় রাতেই দুই লাখ টাকা দিয়ে রাত আনুমানিক একটার দিকে অভিকে ছাড়িয়ে আনা হয়। এরপর সকালে আরো ৫০ হাজার টাকা দেয়া হয় তাদেরকে। শারীরিক নির্যাতনে অসুস্থ অভিকে রাতেই পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
অভির পরিবারের সদস্যরা জানায়, নিরাপত্তাহীনতার কারনে আমরা এ বিষয়টি নিয়ে তাৎক্ষণিক স্থানীয় থানা পুলিশের শরনাপন্ন হতে সাহস পাইনি।