টাঙ্গাইল থেকে সিরাজগঞ্জে যমুনা নদীতে পিকনিকে এসে নৌকা থেকে নদীতে পড়ে এক কলেজ ছাত্র নিখোঁজ হয়েছে। শুক্রবার (১১ জুলাই) রাত ৯টার দিকে সিরাজগঞ্জ শহরের ৩নং ক্রসবার এলাকার নতুন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। নিখোঁজ কলেজ ছাত্র মো: নয়ন (১৮) টাঙ্গাইলের ভূয়াপুর উপজেলার বেতুয়া গ্রামের জহু মিয়ার ছেলে এবং এইচএসসিতে পড়ুয়া শিক্ষার্থী ছিলেন।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ শরীফুল ইসলাম বলেন, টাঙ্গাইল থেকে দুইটি নৌকাযোগে বেশকিছু যুবক ও তরুণরা যমুনা নদীতে পিকনিক করতে এসেছিলেন। বাড়ির দিকে রওনা হওয়ার সময় একটি নৌকা থেকে শিক্ষার্থী নয়ন হঠাৎ নদীতে পড়ে নিখোঁজ হয়। সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌছে নৌকা দিয়ে আশপাশে খোজ করা হলেও তাকে পাওয়া যায়নি। শনিবার সকালে রাজশাহী থেকে আসা ডুবুরী দল ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করেছে। কিন্তু দুপুর ২টা পর্যন্ত নিখোঁজ শিক্ষার্থীকে পাওয়া যায়নি।