ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সাবেক উপ-আইন বিষয়ক সম্পাদক ও সদস্য আবু সালেহ মোহাম্মদ হাসানুল বারী গ্রেফতার হয়েছেন। মঙ্গলবার রাতে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উত্তরা বিভাগের একটি দল তাকে গ্রেফতার করে।
বুধবার (২ জুলাই) সকালে ডিবির উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. হেলালউদ্দিন ভূইয়া গ্রেফতার তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাত ৯টা ৩৫ মিনিটে রাজধানীর পল্লবী থানাধীন এলাকায় একটি অভিযান চালানো হয়। এতে সাবেক ছাত্রলীগ নেতা আবু সালেহ মোহাম্মদ হাসানুল বারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামি ঝালকাঠি জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতির দায়িত্বও পালন করেছেন।
ডিবি সূত্র আরও জানায়, গত ২৭ জুন সকাল ৬টায় রাজধানীর পান্থপথ এলাকায় সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমুর মুক্তির দাবিতে একটি মিছিলে অংশগ্রহণ করেন তিনি।
গ্রেফতারকৃত আসামিকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন এডিসি মো. হেলালউদ্দিন ভূইয়া।