রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০২:৫৯ অপরাহ্ন

মব সন্ত্রাস কোনোভাবেই গ্রহণযোগ্য নয়

অনলাইন ডেস্ক: / ২০ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে রবিবার, ৬ জুলাই, ২০২৫, ১০:২৬ পূর্বাহ্ন
-অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান

মব সন্ত্রাস কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, এটি জুলাই আন্দোলনের মূল চেতনার পরিপন্থি বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। গতকাল রাজধানীর এফডিসিতে ‘জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নে করণীয়’ বিষয়ে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজিত ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। মব সন্ত্রাস চলতে থাকলে দেশের গণতান্ত্রিক অর্জন ব্যাহত হতে পারে বলেও সতর্ক করেন অ্যাটর্নি জেনারেল।

ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ছায়া সংসদ প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন অধ্যাপক আবু মুহাম্মদ রইস, উপসচিব রোকেয়া পারভীন জুঁই, উন্নয়ন ও যোগাযোগ বিশেষজ্ঞ ড. এস এম মোর্শেদ, সাংবাদিক হাসান জাবেদ ও সাংবাদিক আহমেদ সরওয়ার। ছায়া সংসদে অংশ নিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে পরাজিত করে বিজয়ী হয় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক দল। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিতরা এবং তাদের সহায়ক সংগঠনগুলো নির্বাচনে অংশ নিতে পারবে না।’ আওয়ামী লীগকে ‘নিষিদ্ধ সত্তা’ আখ্যায়িত করে তিনি বলেন, ‘এর সঙ্গে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকবেন, তাদেরও আইনের আওতায় আনা হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir