শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৭:২২ অপরাহ্ন

১৪ বছর পর নতুন করে ফিরছে আজম খানের ‘উচ্চারণ’

অনলাইন ডেস্ক / ২২ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫, ১:০৯ অপরাহ্ন

১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের পরের বছর বাহাত্তরে পপগুরু আজম খান গড়ে তুলেছিলেন গানের ব্যান্ড ‘উচ্চারণ’। তার প্রয়াণে থমকে গিয়েছিল যে গানের দলের যাত্রা, সেই ব্যান্ড ১৪ বছর পর ফিরছে নতুন করে।

আজম খানের ছোট মেয়ে অরণী খান জানিয়েছেন, নতুন উদ্যমে ‘উচ্চারণ’কে সাজিয়ে গুছিয়ে তোলা হচ্ছে। তিনি বলেন, আমরা এ বছরই নতুন করে উদ্যোগ নিচ্ছি উচ্চারণ ব্যান্ডের কার্যক্রম শুরু করার। পরিবারের সদস্যদের সব সময় চাওয়া ছিল, আব্বুর গানগুলো সবার মাঝে বেঁচে থাকুক। গানগুলো যেভাবে আব্বা গাইতেন, ব্যান্ডগুলো গাইত সব কিছু একই রকম থাকবে। শুধু মানুষগুলো পরিবর্তন হচ্ছে।”

নতুন প্রজন্মের কাছে আজম খানের গানগুলো পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অরণী। অরণী আরও জানিয়েছেন, শিগগির সংবাদ সম্মেলন করে উচ্চারণ ব্যান্ডের ভবিষ্যৎ পরিকল্পনা জানিয়ে দেওয়া হবে। ব্যান্ডটির বর্তমান লাইনআপে আছেন পিয়ারু খান, দুলাল, কোসেক, শিপার ও তুহিন।

আজম খান ১৯৭২ সালে তৈরি করেন ব্যান্ড ‘উচ্চারণ’। স্বাধীনতা উত্তর বাংলাদেশে শুরু হয় রক মিউজিকের যাত্রা। মঞ্চে উঠে ‘উচ্চারণ’ ব্যান্ড পরিবেশন করেছিলেন নিজেদের সম্বল চারটি মাত্র গান। ১৯৭২ সালের শেষ দিকে ‘সালেকা মালেকা’ আর ‘হাই কোর্টের মাজারে’ গান দুইটি দিয়েই নিজেদের প্রথম রেকর্ড বের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir