গত সাতদিনে চলমান অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল, মাছ ও মাছের পোনা উদ্ধারসহ ২০২ জনকে আটক করেছে নৌ পুলিশ।
বৃহস্পতিবার (১০ জুলাই ) এসব তথ্য জানিয়েছে নৌ পুলিশ সদর দপ্তর।
নৌ পুলিশ জানিয়েছে, দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌ পথে নিরাপত্তা নিশ্চিতকরণে নৌ পুলিশ দেশব্যাপী বিভিন্ন অভিযান পরিচালনা করছে। গত ৭ দিনব্যাপী নৌ পুলিশের বিভিন্ন অভিযানে মোট ৩ কোটি ১৯ লক্ষ ৮১ হাজার ৮৯০ মিটার অবৈধ জাল, ২ হাজার পাঁচশত চুয়াল্লিশ কেজি মাছ, ৩০ হাজার পিস রেনু পোনা, ৯ হাজার পিস বাগদা রেনু পোনা জব্দ করা হয় এবং নদী থেকে ৫ আটাত্তর টি ঝোপঝাড় ধ্বংস করা হয়।
নৌ পুলিশের এই অভিযানে বৈধ কাগজপত্র না পাওয়ায় ৭১ টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দায়ের করা হয় এবং ১ টি ড্রেজার জব্দ করা হয়।
অভিযানে ২০২ জনকে আটক করা হয়।
এছাড়া বিভিন্ন অপরাধে ১৮ টি মৎস্য, ৮ টি বেপরোয়া, ২টি মাদক, ১টি জুয়া, ৬টি অপমৃত্যু, ৩টি বালুমহাল, ১টি হত্যা, ১টি চাঁদাবাজি এবং ১টি নৌ দূর্ঘটনা মামলাসহ মোট ৪১ টি মামলা দায়ের করা হয় এবং ৮ টি মৃতদেহ উদ্ধার করা হয়।
অভিযানকালে জব্দ অবৈধ জাল ধ্বংস করা হয়েছে। মাছ এতিমখানায় বিতরণ এবং মাছের রেনু পোনা পানিতে অবমুক্ত করা হয় বলেও জানিয়েছে নৌ পুলিশ।