সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সচিন হালদার নামে এক ব্যক্তির বিরুদ্ধে গৃহবধূ কে ধর্ষণ চেষ্টার অভিযোগ আনা হয়েছে। সচিন হালদার উপজেলার ফলিয়া গ্রামের মৃত জগ হালদারের ছেলে।
স্থানীয় এক গৃহবধূ উল্লাপাড়া মডেল থানায় অভিযোগ করেছেন তার স্বামী ৫ বছর মালয়েশিয়াতে ছিলেন এক বছর হলো তিনি বাড়ি ফিরেছেন, অভিযুক্ত সচিন হালদার দীর্ঘদিন ধরে রাস্তাঘাটে গৃহবধূ কে উত্ত্যক্ত করতেন নানা ইঙ্গিত ইশারায় তাকে কুপ্রস্তাব দিতেন গৃহবধূ রাজি না হওয়ায় তাকে জোরপূর্বক ধর্ষণ করার হুমকিও প্রদান করতেন। এ অবস্থায় গৃহবধূ বিষয়টি তার স্বামী কে জানানোর পর গত জুন মাসের তৃতীয় সপ্তাহে স্বামী অভিযুক্ত সচিন হালদার কে শাসন করে। এতে ক্ষিপ্ত হয়ে সচিন গত ৩০ জুন রাত ৮ টার দিকে গৃহবধূর বাড়িতে ডোকেন ওই গৃহবধূ সেসময় তার শোবার ঘরে একা টেলিভিশন দেখছিলেন। তার স্বামী বাড়িতে ছিলেন না, সেই সুযোগে সচিন হালদার তার ঘরে তাকে জাপ্টে ধরেন এবং তার জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। পরে তার আর্ত চিৎকারে বাড়ির অপর সদস্য এবং প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এলে সচিন কয়েকজন কে ধাক্কা দিয়ে পালিয়ে যান।
অভিযোগকারী গৃহবধূ কথিত সচিন হালদার কে অবিলম্বে গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন।
অভিযুক্ত সচিন হালদার এর সাথে যোগাযোগ করে পাওয়া যায়নি।
উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক সাহেব গণী জানান ঘটনায় অভিযুক্ত সচিন হালদার কে গ্রেপ্তারের চেষ্টা হচ্ছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।