মোঃবুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ছাত্রলীগ কর্মী শামীম আশরাফ বাবলু (২৩) হত্যা মামলার এজাহারভুক্ত আরেক আসামি হাবিবুর রহমান হ্যাভেন (৪২) কে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
বুধবার (২৯ মার্চ) দুপুরে সদর উপজেলার ত্রিমোহনী থেকে দক্ষিণে নীলকন্ঠ এলাকা থেকে এসআই বাবলা, এএসআই আসাদুজ্জামান মিয়া, এএসআই মনিরুল আরিফুল তাকে গ্রেফতার করে । সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) খান মো. শাহরিয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতার হ্যাভেন নীলকন্ঠ গ্রামের মৃত সাত্তার আলীর ছেলে। বাবলু হত্যা মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়না জারি করেছিল আদালত। এর আগে গত ২৭ মার্চ বাবলু হত্যার অন্যতম প্রধান আসামি নুরুল কসাই ওরফে নুর কসাইকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মামলার অপর আসামি বেলগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ কয়েকজন এখনও পলাতক রয়েছেন।
ওসি খান মো. শাহরিয়ার বলেন, ‘গ্রেফতার হ্যাভেনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’