নিজস্ব প্রতিবেদক:
প্রশিক্ষনের বিশ্ব রেকর্ড নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশনের টানা ২০০০ তম দিন উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৪ জুলাই শুক্রবার সকাল ১১ টার দিকে সিরাজগঞ্জ শহরের ডাব্লু এফ রেস্টুরেন্টের কনফারেন্স হল রুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানটি নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন সিরাজগঞ্জ জেলার কোর ভলান্টিয়ার ও মডারেটর মোঃ জালাল উদ্দিন আকন্দর সভাপতিত্বের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিসিক সিরাজগঞ্জ জেলা কার্যালয় এর প্রশাসনিক কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, এম .ই. পি তাঁত প্রক্ল্প ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রগ্রাম এনডিপির প্রকল্প ব্যবস্থাপক মোঃ আশরাফুজ্জামান, সিরাজগঞ্জ এক্সিম ব্যাংক পাইকশা বাজার উপজেলা শাখার ইনচার্জ মোঃ আবুল হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের জেলা প্রতিনিধি ও নারী টিমের সদস্য আসমানী খাতুন, শিকড়ের প্রতিষ্ঠাতা ও জেলা প্রতিনিধি মুনিরুজ্জামান নুরে এলাহী, উপজেলা প্রতিনিধি ফারজানা সুমী।
অনুষ্ঠানের শুরুতেই অতিথি বরন, পরিচিত পর্ব শেষে কেক কর্তনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।