টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের ভূঞাপুরে নামাজ পড়াতে যাওয়ার পথে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধে হয়ে মাওলানা রফিকুল ইসলাম (৫০) নামে এক মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) ভোরে ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু আঞ্চলিক মহাসড়কের উপজেলার নিকরাইল ইউনিয়নের সারপলশিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মাদ্রাসা শিক্ষক রফিকুল ইসলাম উপজেলা নিকরাইল ইউনিয়নের পাথাইলকান্দি গ্রামের ওয়াজেদ আলীর ছেলে।
তিনি খাশবিয়ারা দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি সারপলশিয়া তালুকদার বাড়ী জামে মসজিদের খতিব ও ইমাম হিসেবে নিয়োজিত ছিল।
এলাকাবাসী জানায়, তিনি স্থানীয় তালুকদার বাড়ী জামে মসজিদে ফজর নামাজ পড়াতে বের হয়। পরে সারপলশিয়া ভাবির ঘাট এলাকায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। এরপর তাকে উদ্ধার করে পাথাইলকান্দি মা ও শিশু জেনারেল হাসপাতাল এন্ড ডায়াবেটিস সেন্টারে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধে তিনি মারা যায়।
নিকরাইল ইউপি চেয়ারম্যান মাসুদুল হক মাসুদ বলেন, প্রতিদিন ভোরে পায়ে হেঁটে তালুকদার বাড়ী মসজিদে নামাজ পড়াতে আসতেন। এরই ন্যায় বৃহস্পতিবার ভোরে নামাজ পড়াতে আসার পথে সারপলশিয়া এলাকায় রাস্তার পাশে পড়ে ছিল। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।