শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
ছাত্রদলের সহসাধারণ সম্পাদক আ হ মুহাম্মদ খোকনের জন্মদিন পালন ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, চিন্তায় জেলেরা ‘আমাকে এখন পর্যন্ত কেউ দেখতে আসেনি, কারণ পরিবারে কেউ নেই’ শেষ মুহূর্তে ইলিশ কিনতে ক্রেতাদের লাইন, কেজি ২৭০০ টাকা বিয়ে করেছেন সমন্বয়ক হাসনাত, ফেসবুকে জানালেন সারজিস পূজা পরিদর্শনে বিকেলে ঢাকেশ্বরী মন্দিরে যাচ্ছেন ড. ইউনূস বাসাবাড়িতে নতুন গ্যাস সংযোগ নিয়ে যা জানালেন জ্বালানি উপদেষ্টা দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে হিজবুল্লাহ! রোপা আমনের পাতায় উঁকি দিচ্ছে স্বপ্ন; খানসামায় পরিচর্যায় ব্যস্ত কৃষক-কৃষাণী সারিয়াকান্দিতে পূজা মন্ডপে শাহাজাদী আলম লিপির আর্থিক সহায়তা প্রদান

আওয়ামী লীগ সরকার ছিল ইসলাম বিদ্বেষী-সাঈদী পুত্র মাসুদ সাঈদী

পিরোজপুর প্রতিনিধি : / ৩৭ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪, ৭:৫০ অপরাহ্ন

পিরোজপুরের ইন্দুরকানিতে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর পুত্র সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেছেন, আওয়ামীলীগ সরকার ইসলাম বিদ্বেষী। শুধু আল্লামা সাঈদীকেই নন, সকল মত ও পথের অসংখ্য আলেমকে গ্রেপ্তার করে হাসিনা সরকার প্রমান করেছেন তিনি তার পিতার মতোই ইসলাম বিদ্বেষী, আলেম বিদ্বেষী।

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সরকারী ইন্দুরকানী কলেজে সিরাতুন-নবী (সঃ) উপলক্ষে আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্যে তিনি এ কথা বলেন। মাসুদ সাঈদী বলেন, “বিগত জোট সরকারের সময় পিরোজপুর-১ আসনের এমপি আমার পিতা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর আহ্বানে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২০০২ সালের ২১ এপ্রিল এই কলেজ মাঠেই জিয়ানগর নামে নতুন উপজেলা ঘোষনা করেন। আওয়ামী লীগ সরকার এসে জিয়ানগর নামের কারনে উন্নয়ন হয়না এমন অযুহাত তুলে আমি উপজেলা চেয়ারম্যান থাকার সময়ের আমার স্বাক্ষর জাল করে জিয়ানগর উপজেলার নাম পরিবর্তন করে ইন্দুরকানী উপজেলা রাখেন। তারপরও এই উপজেলার দৃশ্যমান কোন উন্নয়ন হয়নি বলে দাবি তার।”

মাসুদ সাঈদী আরও বলেন, শেখ হাসিনা পালিয়ে গেছে কিন্ত তার অনুসারীরা আত্মগোপন করে আছেন। সুতারাং কেউ অপকর্ম ঘটিয়ে ইসলাম তথা মুসলমানদের উপর দোষ চাপাতে পারে। সেজন্য সবাইকে চোখ-কান খোলা রাখতে হবে। সামনে দুর্গাপূজা আসছে। এই দূর্গা পূজায় সকলে মিলে হিন্দুদের নিরাপত্তা দিতে হবে। হিন্দু সম্প্রদায়ের দূর্গাপূজাকে কেন্দ্র করে কেউ যেন কোন প্রকার সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়াতে না পারে সেদিকে আামাদের সবাইকে সতর্ক থাকতে হবে।

সভায় সরকারি ইন্দুরকানী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সঞ্জিত কুমার সাহার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ তাফাজ্জাল হোসাইন ফরিদ, টগড়া দারুণ ইসলাম কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. আব্দুল্লাহীল মাহমুদ, ইন্দুরকানি উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলী হোসেন, প্রভাষক আল আমিন হোসেন ও উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি রফিকুল ইসলাম রাকিব প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir