প্রথম দিনে সব ভাষা মিলিয়ে সিনেমার আয় হয়েছে প্রায় ৩১ কোটি টাকা (নেট)। আর বিশ্বব্যাপী আয় করেছে ৪৭ কোটি টাকা।
রিপোর্ট অনুসারে, ‘ছাভা’ উদ্বোধনী দিনে হিন্দি সংস্করণ থেকে মোট ৩৫.১৭ শতাংশ আয় করেছে। যার মধ্যে, মর্নিং শোয়ের ক্ষেত্রে ৩০.৫১ শতাংশ, বিকেলের শোয়ে ৩৪.৫০ শতাংশ এবং সন্ধ্যার শো থেকে ৪০.৫১ শতাংশ দর্শক সিনেমাটি দেখেছেন।
এর আগে ভিকি কৌশলের ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ মুক্তির প্রথম দিন সর্বাধিক আয় করেছিল তার ক্যারিয়ারে। ৮.২০ কোটি টাকা আয় করেছিল সিনেমাটি। তবে সেই আয়কে এবার ছাপিয়ে গেল ‘ছাভা’। চলতি বছরের সবচেয়ে বড় উদ্বোধনী আয়ের রেকর্ডও গড়েছে এটি।
অক্ষয় কুমারের ‘স্কাই ফোর্স’কেও পেছনে ফেলে দিয়েছে। ‘স্কাই ফোর্স’ গত মাসে মুক্তি পেয়ে প্রথম দিনে ১৫.৩০ কোটি টাকা আয় করেছিল।
‘ছাভা’র জন্য নিজেকে নতুন করে গড়েছেন অভিনেতা ভিকি কৌশল। ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে অভিনয় করার জন্য ভিকি নিজের ওজন ১০০ কেজি করেছিলেন। শিখেছিলেন লাঠি খেলা।
বাদ যায়নি ঘোড়া চালানোও। শুধুই কি তাই? কানে ফুটো পর্যন্ত করান তিনি। ছাভা’র ট্রেলার মুক্তি পাওয়ার তিনি তাতে নজর কেড়েছেন। আর স্বাভাবিক ভাবেই ভিকির কারণেই এই সিনেমা নিয়ে দর্শকদের প্রত্যাশা তুঙ্গে।
ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে দেখা গেছে ভিকি কৌশলকে। তাঁর স্ত্রীর চরিত্রে রয়েছেন রাশ্মিকা মান্দানা। মোঘল সম্রাট আওরঙ্গজেবের চরিত্রে দেখা মিলেছে অক্ষয় খান্নার।