শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৫:১২ অপরাহ্ন

পটুয়াখালী নদী বন্দরের কর্মকর্তাকে ‘সর্বহারা’ পরিচয়ে হুমকি

পটুয়াখালী প্রতিনিধি : / ৪৪ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে রবিবার, ৪ মে, ২০২৫, ১:৩৪ অপরাহ্ন

পটুয়াখালী নদী বন্দরের এক কর্মকর্তাকে ‘পূর্ব বাংলা সর্বহারা পার্টির সেকেন্ড ইন কমান্ড’ পরিচয়ে হুমকির ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।

শনিবার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ট্রাফিক ইন্সপেক্টর তুষার কান্তি বণিক পটুয়াখালী সদর থানায় জিডিটি করেন।

সাধারণ ডায়েরিতে ভুক্তভোগী তুষার কান্তি উল্লেখ করেন, শুক্রবার বিকাল ৪টা ৪৭ মিনিটে তার ব্যবহৃত মোবাইলে একটি কল আসে। অপরপ্রান্ত থেকে এক ব্যক্তি নিজেকে ‘পূর্ব বাংলা সর্বহারা পার্টির পটুয়াখালী জেলা শাখার সেকেন্ড ইন কমান্ড’ বলে পরিচয় দেন। এক পর্যায়ে তিনি ৫ হাজার ৫০০ টাকা চাঁদা দাবি করেন। তবে টাকা দিতে অস্বীকৃতি জানালে ওই ব্যক্তি তাকে দেখে নেওয়ার হুমকি দেন। একই নম্বর থেকে আরও চারবার কল করে কৌশলে হুমকি-ধমকি ও টাকা দাবি করা হয়।

তুষার কান্তি কান্তি বণিক জানান, শনিবার সদর থানায় জিডি করতে গেলে সকাল ৯টা ৫৪ মিনিটের দিকে একই নম্বর থেকে আবারও কল আসে এবং তাকে গালমন্দসহ হুমকি দেওয়া হয়। তখন তিনি থানায় দায়িত্বরত এসআই হাবিবুর রহমানকে কলটি ধরিয়ে দেন। রবিবার সকাল ১০টা পর্যন্ত ওই নম্বর থেকে আর তাকে কোন ফোন দেয়নি বলেও জানান তুষার।

পটুয়াখালী সদর থানার ডিউটি অফিসার এসআই হাবিবুর রহমান জানান, এ ঘটনা সম্পর্কে থানায় জিডি করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে একজন পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

দায়িত্বপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা দিলীপ চন্দ্র শীল জানান, কাগজ হাতে পেয়ে কল লিস্টসহ আনুসাঙ্গিক বিষয়ে আবেদন করা হয়েছে। বিচারকের কাছেও আবেদন করে যথাযথ প্রক্রিয়ায় তদন্ত শুরু করা হবে।

পটুয়াখালী নদী-বন্দরের সহকারী বন্দর ও পরিবহন কর্মকর্তা জাকী শাহরিয়ার বলেন, হুমকি দেওয়ার পরে কর্মকর্তা তুষার কান্তি বণিক সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি আসলে কী পুলিশ তদন্ত করে দেখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir