শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৫:২৩ অপরাহ্ন

পারিবারিক কলহের জেরে স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে হত্যা

পিরোজপুর প্রতিনিধি: / ৩৭ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে মঙ্গলবার, ৬ মে, ২০২৫, ১০:০১ পূর্বাহ্ন

পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে বাদল খান নামে এক যুবক। ভান্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়নের দাওয়া গ্রামের খান বাড়িতে সোমবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

ঘাতক মো. বাদল খান (৪৫) ধাওয়া গ্রামের বাসিন্দা মৃত আজিজ খানের ছেলে। সে পেশায় একজন চা বিক্রেতা। নিহতরা হলেন বাদলের স্ত্রী চম্পা বেগম (৩২)ও শাশুড়ি বিলকিস বেগম (৫০)।

স্থানীয় সূত্রে জানা যায়, বাদল খান ১০ দিন পূর্বে চতুর্থ বিয়ে করেন চম্পা বেগমকে। তার দ্বিতীয় স্ত্রীর দুই সন্তান‌ রয়েছে। সোমবার রাত আনুমানিক ১১টার দিকে বাদল ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে স্ত্রী চম্পা ও শাশুড়ি বিলকিসকে হত্যা করে। এ সময় ঘরে থাকা বাদলের আগের ঘরের শিশুপুত্র ঘর থেকে পালিয়ে গিয়ে পাশের বাড়িতে জানায়। অপরদিকে বাদল ২ জনকে হত্যার পরে ঘরে আগুন দিয়ে পালিয়ে যায়। বাদলের শিশুপুত্রের কাছে খবর পোয়ে পাশের বাড়ির লোকজন এসে ঘরে আগুন জ্বলতে দেখে তা নিভিয়ে ফেলে। স্থানীয় ও প্রতিবেশীদের ধারনা, পারিবারিক কলহের কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে।

হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহমদ আন‌ওয়ার। তবে তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানাতে পারেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir