
দেশব্যাপী ফলজ ও ভেষজ উদ্ভিদের চারা রোপনের অংশ হিসেবে কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে । মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে কাজিপুর সরকারি মনসুর আলী কলেজ চত্বরে চারা গাছ বিতরণ কাজের শুভ উদ্বোধন করেন অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রেজাউল করিম।
এ সময় উপস্থিত ছিলেন অত্র কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহযোগি অধ্যাপক মুহাম্মদ আব্দুর রহিম, পদার্থ বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবুল বাশার, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগি অধ্যাপক ড. আব্দুর রহমান, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান শিক্ষক পরিষদের সম্পাদক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।প্রভাষক ফিরোজ হাসানের সঞ্চালনায় এ সময় ও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক আতাউর রহমান, প্রভাষক শিবু চন্দ্র অধিকারীসহ সকল বিভাগের সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষকগন। পরিবেশ বান্ধব পৃথিবী গড়তে এ সময় শতাধিক শিক্ষার্থীর হাতে নানান জাতের গাছের চারা তুলে দেন।