উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকার অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে বাংলাদেশ কোস্ট গার্ডের ধারাবাহিক মানবিক কার্যক্রমের অংশ হিসেবে মুন্সিগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়েছে।
বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কোস্ট গার্ড ঢাকা জোনের অধীন বিসিজি কম্পোজিট স্টেশন পদ্মা কর্তৃক লৌহজং থানার কান্দিপাড়া এলাকায় দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
এ সময় ২৫০ জন অসহায়, দরিদ্র, দুঃস্থ নারী-পুরুষ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী প্রদান করা হয়।
কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ বলেন, “প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্ট গার্ড জনকল্যাণমূলক কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছে। বিশেষ করে নদী ও উপকূলীয় অঞ্চলের পিছিয়ে পড়া জনগণের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্বের অংশ। ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম চলমান থাকবে।”