কক্সবাজারের মহেশখালীতে পুলিশের লুট হওয়া একটি বিদেশি পিস্তলসহ এক ডাকাতকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শুক্রবার(১১জুলাই) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১১ জুলাই রাত ২টা ৩০ মিনিটে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন মহেশখালী কর্তৃক মহেশখালী থানাধীন শাপলাপুরের জেএম ঘাট ঢালার মুখ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় উপস্থিতি টের পেয়ে ডাকাত সদস্যরা গহিন পাহাড়ের দিকে পালিয়ে যায়। এসময় কোস্ট গার্ড সদস্যরা ধাওয়া করে আব্দুল মান্নান ওরফে নুনাইয়া (৩২) নামে একজন ডাকাতকে আটক করে। তার কাছ থেকে পুলিশের লুট হওয়া একটি ৯ মি.মি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড তাজা গুলি জব্দ করা হয়।
আটক আব্দুল মান্নান কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার কালারমারছড়া এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে হত্যা ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে বলেও জানা গেছে।
আটককৃত ব্যক্তিকে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ আরও জানান, দেশের উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে আইন-শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল পরিচালনা করছে। যার ফলে এইসব এলাকায় ডাকাতি ও অপরাধ কার্যক্রম অনেকাংশে কমে এসেছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।