শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে খুলনা বিভাগে নিরাপত্তা নিশ্চিতে বিশেষ কার্যক্রম হাতে নিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এরই অংশ হিসেবে র্যাব-৬ এর অধিনায়ক কমান্ডার মুহাম্মদ শাহাদত হোসেন
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) খুলনা ও সাতক্ষীরার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
র্যাব জানায়, পূজা উদযাপনকে শান্তিপূর্ণ রাখতে মণ্ডপ ও গুরুত্বপূর্ণ স্থানে নিয়মিত টহল, রোবাস্ট পেট্রোল, চেকপোস্ট কার্যক্রম, সাদা পোশাকে র্যাব সদস্যদের সতর্ক অবস্থানসহ বিশেষ গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং পরিচালনা করা হচ্ছে।
পরিদর্শনকালে অধিনায়ক কমান্ডার শাহাদত হোসেন খুলনা জেলার শ্রী শ্রী শীতলামাতা ঠাকুরাণীর মন্দির, আর্য ধর্মসভা মন্দির এবং সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দির ও সদর সার্বজনীন মন্দিরে যান। এসময় তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।
তিনি জানান, র্যাবের টহল টিম ছাড়াও বোম্ব ডিসপোজাল ইউনিট, ড্রোন নজরদারি ও কন্ট্রোল রুম থেকে সার্বক্ষণিক নিরাপত্তা কার্যক্রম চালু রয়েছে। শারদীয় দুর্গাপূজার শেষ দিন পর্যন্ত এসব কার্যক্রম অব্যাহত থাকবে।