এক ঘুমহীন মানুষের অস্থিরতা আর মানসিক লড়াই ঘিরে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিদ্রাসুর’।
জাহাঙ্গীর হোসেন আপনের গল্পে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন সোহেল রানা বয়াতি। ‘নিদ্রাসুর’ এর চিত্রনাট্যে উঠে এসেছে মানুষের জীবনের শান্তির আশ্রয় ঘুম। ঘুমের জন্য মানুষ সর্বাত্মক চেষ্টা করে। কিন্তু নানা কারণে অনেকে ঘুমাতে পারেন না। এর ফলেই তৈরি হয় নানান মানসিক ও শারীরিক সমস্যা, জীবনে নেমে আসে অস্থিরতা। এমন এক ঘুমহীন মানুষের গল্প দেখা যাবে চলচ্চিত্রে।
এই ঘুমহীন মানুষের চরিত্রে অভিনয় করেছেন ওমর মালিক। তার সঙ্গে আরও অভিনয় করেছেন রুনা খান, মো. ইকবাল হোসেন, সঞ্চিতা দত্ত, আশিক সরকার ও কাকন চৌধুরীসহ অনেকে।
চলচ্চিত্রটি নিয়ে বিজ্ঞপ্তিতে অভিনেতা ওমর মালিক বলেন, “নির্মাতা বয়াতির সঙ্গে দীর্ঘদিনের পরিচয়। তার কাজ আমি পছন্দ করি। একসঙ্গে কাজ হওয়ার কথা অনেকবার হলেও হয়নি। কিন্তু ‘নিদ্রাসুর’ এর গল্প আমাকে এতটাই আকৃষ্ট করেছে যে, সব প্রতিকূলতা মোকাবিলা করেই কাজটি সম্পন্ন করতে পেরেছি। আশা করছি, দেশ-বিদেশের চলচ্চিত্র উৎসব ও দর্শকদের মন জয় করবে ‘নিদ্রাসুর’।”
নির্মাতা বয়াতি বলেন, আমার ক্যারিয়ার শুরু হয়েছিল স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ দিয়ে। দীর্ঘদিন পর আবার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বানিয়ে বেশ আনন্দ পেয়েছি। প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, সেন্সর ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করে শিগগিরই দেশি-বিদেশি চলচ্চিত্র উৎসবে ‘নিদ্রাসুর’ পাঠানোর প্রস্তুতি চলছে।