• মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ০১:১২ পূর্বাহ্ন

চবিতে জেল হত্যা দিবস পালিত

/ ৭৯ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে



মো.আমিনুল ইসলাম, চবি প্রতিনিধিঃ
৩ নভেম্বর জেল হত্যা দিবস। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন এ দিবসটি যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে পালন করেছে। এ উপলক্ষ্যে ৩ নভেম্বর ২০২৩ তারিখ বেলা ১১:০০ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সৌধে শহীদদের স্মরণে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এর নেতৃত্বে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এতে চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে অংশগ্রহণ করেন।

মাননীয় উপাচার্য তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ‘‘পঁচাত্তরের ১৫ আগস্ট সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মম হত্যাকান্ডের পর দ্বিতীয় কলংকজন অধ্যায় এ দিবসটি। ১৯৭৫ সালের এ দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতর নির্মমভাবে হত্যা করা হয় মহান মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ও জাতীয় চারনেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এ এইচ এম কামরুজ্জামান এবং ক্যাপ্টেন মনসুর আলীকে’’। মাননীয় উপাচার্য বলেন, ‘এ মহান বীর সেনানীদের যেসকল নরপশুর দল পৈশাচিক কায়দায় নির্মমভাবে হত্যা করেছে তাদেরকে নিন্দা ও ধিক্কার জানানোর ভাষা নেই’। এ সকল কুলাঙ্গারের দল ইতিহাসের পাতায় নরকের ঘৃণ্য কীট হিসেবে যুগ যুগ ধরে চিহ্নিত হয়ে থাকবে। মহান মুক্তিযুদ্ধে এ চারনেতার নেতৃত্ব ও আত্মত্যাগ দেশ-জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে’।

শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন চবি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ আবু দাউদ মুহাম্মদ মামুন। চবি প্রশাসন আয়োজিত কর্মসূচিতে চবি রেজিস্ট্রার, কলেজ পরিদর্শক, বিভিন্ন হলের প্রভোস্ট ও আবাসিক শিক্ষকবৃন্দ, বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালকবৃন্দ, প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ, শিক্ষকবৃন্দ, অফিস প্রধানবৃন্দ, চবি কর্মচারী সমিতি ও কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর