অনলাইন ডেস্ক:
বাংলাদেশের জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে জনগণের রায়ে ইতিহাস সৃষ্টি করে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশের ঐতিহাসিক রাজনৈতিক দল আওয়ামী লীগ। পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন দলীয় প্রধান শেখ হাসিনা। এ অর্জনে তাকে অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
সোমবার সন্ধ্যায় রাজ্যটির দক্ষিণ ২৪ পরগনা জেলার কপিল মুনির আশ্রম পরিদর্শনের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতা বলেন, বাংলাদেশের এই জয়ে আমার অভিনন্দন। আমার অভিনন্দন থাকবে বাংলাদেশের হাসিনাজির প্রতি, তার পরিবারের প্রতি, আওয়ামী লীগের প্রতি। অন্য সকলকে বলবো আপনারা সকলে ভালো থাকুন, শান্তিতে থাকুন- আমি সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা করি।