রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৩:৪১ অপরাহ্ন

মুইজ্জুর সঙ্গে বৈঠক, যা বললেন মোদি

অনলাইন ডেস্ক: / ১২০ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে সোমবার, ৭ অক্টোবর, ২০২৪, ৭:০৩ অপরাহ্ন

চার দিনের সফরে ভারতে এসেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। সোমবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেছেন। দুই দেশ আগামী দিনেও নানা ভবিষ্যৎ প্রকল্পে একে অপরের সহযোগিতা করবে, মুইজ্জুর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর এবার এমনটাই বার্তা দিলেন মোদি।

রবিবার বিকালে সস্ত্রীক দিল্লি বিমানবন্দরে পৌঁছান মুইজ্জু। সেখানে তাঁকে স্বাগত জানান কেন্দ্রীয় বিদেশ বিষয়ক প্রতিমন্ত্রী কিরীটী বর্ধন সিং। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে এক দফা বৈঠকও হয়ে গিয়েছে তার। সোমবার সকালে নয়া দিল্লির রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন মুইজ্জু। এর পর সোমবারই রাষ্ট্রপতি ভবনে তাকে আনুষ্ঠানিক ভাবে সংবর্ধনা দেওয়া হয়েছে। মোদী ছাড়াও সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
সোমবার টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া একটি সাক্ষাৎকারে মুইজ্জু বলেন, ‘‘ভারত মালদ্বীপের বন্ধু। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমাদের এই দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে উঠেছে। বিভিন্ন ক্ষেত্রে অন্য অনেক দেশের সঙ্গে মালদ্বীপের যোগাযোগ রয়েছে। কিন্তু আমাদের কোনও কাজে যাতে ভারতের নিরাপত্তার ক্ষতি না হয়, আমরা সে দিকটিও বরাবর মাথায় রেখে চলি।’’ এ বার বৈঠক শেষে মোদীও জানিয়ে দিলেন, ভারত সব সময়েই মালদ্বীপের পাশে ছিল। ভবিষ্যতেও নানা প্রকল্পে একে অপরের সহায়তা করবে দুই দেশ।

আগামী ১০ অক্টোবর পর্যন্ত ভারতে থাকবেন মুইজ্জু। মালদ্বীপের প্রেসিডেন্ট মূলত চীনের ‘ঘনিষ্ঠ’ হিসাবেই পরিচিত। ফলে তিনি পড়শি দ্বীপরাষ্ট্রে ক্ষমতায় আসার পর ভারতের উদ্বেগ বেড়েছে। চিনের সঙ্গে ঘনিষ্ঠতাও বৃদ্ধি পেয়েছে মালদ্বীপের। ফলে এই সফরের দিকে তাকিয়ে রয়েছেন অনেকেই। গত চার মাসে এটি মুইজ্জুর দ্বিতীয় ভারত সফর। যদিও দ্বিপাক্ষিক সফরে এই প্রথম ভারতে এলেন তিনি। এর আগে জুন মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার নতুন মন্ত্রিসভার শপথগ্রহণে আমন্ত্রিত ছিলেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir