রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৩:৪১ অপরাহ্ন

হোয়াইট হাউসে ঐতিহাসিক প্রত্যাবর্তন ট্রাম্পের

অনলাইন ডেস্ক / ১৩৩ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে বুধবার, ৬ নভেম্বর, ২০২৪, ৬:১৭ অপরাহ্ন

চার বছর পর আবারও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তিনি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। এর মধ্য দিয়ে হোয়াইট হাউসে ঐতিহাসিক প্রত্যাবর্তন হলো তার।

এই নির্বাচনে জিতে তিনিই সবচেয়ে বেশি বয়স্ক মার্কিন প্রেসিডেন্ট হলেন। বর্তমানে তার বয়স ৭৮ বছর। এর আগে জো বাইডেন ৭৭ বছর বয়সে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন।

শুধু তাই নয়, ট্রাম্পই প্রথম ব্যক্তি যিনি একজন সাবেক প্রেসিডেন্ট হিসেবে চারটি পৃথক ফৌজদারি অপরাধের জন্য অভিযুক্ত হয়েছেন। এর মধ্যে একটিতে দোষী সাব্যস্তও হয়েছেন। এবং এরপরও দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচনে জয়ী হয়েছেন।

 

মার্কিন প্রেসিডেন্ট হতে গেলে ৫৩৮টির মধ্যে ইলেকটোরাল কলেজের ২৭০টি ভোট দরকার পড়ে। সেই ম্যাজিক ফিগার ছাড়িয়ে ২৭৯ ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচনে বিজয়ী হলেন ট্রাম্প।

অন্যদিকে, প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২২৩ ইলেকটোরাল কলেজ ভোট।


আগেই নিজেকে বিজয়ী ঘোষণা করে বক্তব্য দিয়েছেন ট্রাম্প। ফ্লোরিডায় দলীয় প্রচার শিবিরের প্রধান কার্যালয়ে দলের কর্মী-সমর্থকদের উদ্দেশে ভাষণ দেন তিনি। এ সময় তিনি বলেন, আমেরিকা আমাদের এক নজিরবিহীন এবং শক্তিশালী ম্যান্ডেট দিয়েছে।

এ সময় জনতার উদ্দেশে ট্রাম্প বলেন, আমাদের এমন একটি দেশ আছে; যার সাহায্য প্রয়োজন এবং এটা অত্যন্ত প্রয়োজন। আমরা আমাদের সীমান্ত সমস্যার সমাধান করতে যাচ্ছি। আমাদের দেশের সবকিছুই ঠিক করতে হবে। সূত্র: সিবিএস, বিবিসি, দ্য গার্ডিয়ান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir