রবিবার, ১৩ জুলাই ২০২৫, ১২:১৬ পূর্বাহ্ন

বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষা, মুখ খুললো যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক / ১৪০ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ৮:০০ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের (এনএসসি) কৌশলগত যোগাযোগ সমন্বয়ক জন কারবি বলেছেন, বাংলাদেশের ধর্মীয় ও নৃতাত্ত্বিক সংখ্যালঘুদের সুরক্ষা অত্যন্ত জরুরি। স্থানীয় সময় বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) হোয়াইট হাউসে প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এদিন এক সাংবাদিক প্রশ্ন করে বলেন, “গত কয়েক সপ্তাহ ধরে হোয়াইট হাউসের বাইরে বেশ কয়েকটি হিন্দু আমেরিকান দল প্রতিবাদ মিছিল করছে। তারা শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশে হিন্দুদের অবস্থা নিয়ে প্রতিবাদ করছে। প্রেসিডেন্ট কি এ বিষয়ে অবগত? পাশাপাশি জাতিসংঘে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ড. ইউনূসের সাথে দেখা করার সময় তিনি কি এই প্রসঙ্গটি উত্থাপন করেছিলেন?”

জবাবে কারবি বলেন, ‘আমরা খুব, খুব, খুবই নিবিড়ভাবে এগুলো পর্যবেক্ষণ করছি এবং প্রেসিডেন্ট নিজেও নিবিড়ভাবে নজর রাখছেন।’ তিনি বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতি কঠিন হয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী ও নিরাপত্তা বাহিনীগুলোর সক্ষমতা বৃদ্ধির জন্য আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি।’

প্রশ্নের জবাবে জন কারবি আরও বলেন, ‘সব বাংলাদেশি নেতার সঙ্গে আমাদের আলোচনার সময় আমরা খুব স্পষ্ট করে বলেছি যে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের সুরক্ষা অত্যন্ত জরুরি। অন্তর্বর্তী সরকারের নেতারা বারবার ধর্ম বা জাতি নির্বিশেষে সব বাংলাদেশির নিরাপত্তা বিধানের প্রতিশ্রুতি দিয়েছেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir