রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০১:০১ পূর্বাহ্ন

আজ আরো ১১৯ অবৈধ ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক: / ৫৯ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:০৭ পূর্বাহ্ন

আমেরিকা থেকে দ্বিতীয় দফায় ১১৯ অবৈধ অভিবাসীকে নিয়ে ভারতে আসছে মার্কিন বিমান। শনিবার রাতে তা অমৃতসরে নামার কথা রয়েছে। প্রথম ধাপে তারা পাঠিয়েছিল ১০৪ জনকে।

তবে এনডিটিভির খবরে বলা হয়েছে, অবৈধ অভিবাসীদের বিমান কেন পাঞ্জাবেই নামানো হচ্ছে, কেন দেশের রাজধানী দিল্লিতে ওই বিমান নামছে না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান।

তার অভিযোগ, পাঞ্জাবকে গোটা দেশের সামনে ছোট করার উদ্দেশ্যেই মার্কিন বিমানগুলো অমৃতসরে নামানো হচ্ছে। এ বিষয়ে কেন্দ্রীয় সরকারকে এক হাত নিয়েছেন তিনি। তবে একই সঙ্গে জানিয়েছেন, আমেরিকাফেরত অবৈধ অভিবাসীদের যথাসম্ভব সাহায্য করবে তার প্রশাসন।

শনিবার রাত ১০টা নাগাদ অমৃতসরের বিমানবন্দরে নামার কথা আমেরিকার বিমানের।

ওই ১১৯ অবৈধ অভিবাসীর মধ্যে ৬৭ জনই পাঞ্জাবের বাসিন্দা। হরিয়ানা থেকে রয়েছেন ৩৩ জন। এ ছাড়া গুজরাটের আটজন, উত্তরপ্রদেশের তিনজন, গোয়ার দু’জন, মহারাষ্ট্রের দু’জন, রাজস্থানের দু’জন, হিমাচল প্রদেশের একজন এবং জম্মু ও কাশ্মীরের একজনকে দ্বিতীয় দফায় ফেরত পাঠাচ্ছে আমেরিকা।

চলতি সপ্তাহেই তৃতীয় দফার অবৈধবাসীদের নিয়ে তাদের আরো একটি বিমানের ভারতে আসার কথা। তবে তৃতীয় দফার বিমানটির অবতরণের দিনক্ষণ কিংবা বিমানে কোন রাজ্যের কত জন আছেন, এখনো জানায়নি আমেরিকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir