নিজস্ব প্রতিবেদক:
শহীদ ক্যাপ্টেন এম.মনসুর আলী ফাউন্ডেশনে উদ্যোগ সিরাজগঞ্জ সদর উপজলার চর মালসাপাড়া দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে চরমালসাপাড়া দুই শতাধিক ছিন্নমুল দরিরদ্র মানুষের মাঝে এ ঈদ সামগ্রী বিতরন করা হয়। সংগঠনের চেয়ারম্যান শেহেরিন সেলিম রিপনের পক্ষে স্বেচ্ছাসেবক মো. মিলন ইসলাম, মো. স্বপন সেখ, মো. মজনু সেখ, শহিদুল ইসলাম বাবু এবং মো. আব্দুস সামাদ এসব ঈদ সামগ্রী বিতরন করেন।
এ সময় স্বেচ্ছাসেবগক বলেন, সংগঠনের চেয়ারম্যানের পক্ষ থেকে সব সময় সিরাজগঞ্জের অসহায়-ছিন্নমুল মানুষের প্রতি সহযোগিতা অব্যাহত রয়েছে। বিভিন্ন দুযোর্গে ও উৎসবে শহীদ এম মনসুর আলী ফাউন্ডেশন মানুষের পাঁশে দাঁড়িয়েছে।