রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৩:০৫ অপরাহ্ন

ভদ্রঘাটের ভূমিদস্যু, চাঁদাবাজ লোকমান গংয়ের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

রিপোর্টারের নাম / ২৫৫ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে মঙ্গলবার, ২ মে, ২০২৩, ৮:৩০ অপরাহ্ন

রাব্বি হাসান হৃদয়, নিজস্ব প্রতিবেদক:

জমি দখল, প্রাণনাশের চেষ্টা, চাঁদাবাজ লোকমান গংয়ের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী।

মঙ্গলবারন (২ মে) বিকেল ৩টায় কামারখন্দ উপজেলার বাজার ভদ্রঘাট এলাকায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ভদ্রঘাট ইউপির সর্বস্তরের জনসাধারন উপস্থিত ছিল।

মানববন্ধনে বক্তারা বলেন, ভদ্রঘাট শামছুন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জীবন কুমার সাহা’র জমি দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাবশালী লোকমান গং জমি দখলের চেষ্টা, হুমকি, প্রাণনাশের চেষ্টা ও চাঁদাদাবী করে আসছে।

বক্তারা আরো বলেন, শিক্ষক জীবন কুমার সাহার জমির আরএস, ডিএস সহ সকল যদি ঠিক না থাকে তবে স্বেচ্ছায় জমি ছেড়ে দিবে। কিন্তু লোকমান গংয়ের কোন কাগজপত্র না থাকায় জোর দখল সহ প্রাণনাশের হুমকি দিয়ে চাঁদা দাবী করে আসছে। প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন বক্তারা।

মানববন্ধনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি সন্তােষ কুমার কানু, যুগ্ন সম্পাদক স্বপন স্যানলান,, কামারখন্দ পুজা উদযাপন পরিষদের সভাপতি জীবন কুমা সাহা, সাধারন সম্পাদক প্রভাত কুমার দাস, সদর উপজেলা পুজা পরিষদের সভাপতি অলোক দত্ত, শহর শাখার সভাপতি স্বপন স্যানলান, ভদ্রঘাট ইউপি সদস্য সাইদুল ইসলাম, সাবেক মেম্বর শহিদুল ইসলাম, শিয়ালকোল ইউপির সাবেক সদস্য হাফিজুর রহমান, লাল কুমার সাহা, ভদ্রঘাট ইউপি যুবলীগের সভাপতি উজ্জল খান, শিয়ালকোল ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাফিজ প্রমুখ।

প্রসঙ্গত, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলাধীন বাজার ভদ্রঘাট এলাকার জীবননকুমার সাহা গংদের এস.এ. ১৪৯৪ দাগে ২৪ এর কাতে ১২ ডেসিমাল ও আর.এস. ২৪৫৬ দাগে প্রায় ৬ ডেসিমাল জমি রয়েছে। এই জমির পাশেই লোকমান গংদের ৩ ডিসিমাল জমি রয়েছে। লোকমান গংয়ের ৩ ডিসিমাল জমি সাথে জীবন কুমার সাহা গংয়ের ৬ ডিসিমাল জমি জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছিল।

টিপিএন২৪/ হৃদয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir