নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জ জেলা কারাগারে নুরুল ইসলাম (৫৫) নামে এক ধর্ষণ মামলার আসামীর মৃত্যু হয়েছে। রবিবার বিকেলে ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত নুরুল ইসলাম কাজিপুর উপজেলার তারাকান্দি গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।
সিরাজগঞ্জ জেলা কারাগারের জেলার মোহাম্মদ ইউনুস জামান জানান, গত বছরের ১৫ অক্টোবর থেকে ধর্ষণ মামলার আসামী হয়ে নুরুল ইসলাম কারাগারে বন্দী ছিলেন। রবিবার দুপুরে অন্যন্য আসামীদের সাথে দাবা খেলছিলেন নুরুল ইসলাম। পরে হঠাৎ করে অসুস্থ বোধ করলে জরুরীভাবে তাকে কারা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।