রবিবার, ০৫ মে ২০২৪, ০৩:৪১ অপরাহ্ন

নিজস্ব টিভি চ্যানেলের জন্য আবেদন করবে বিসিবি

রিপোর্টারের নাম / ৪৬৫ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে

খেলাধুলা ডেস্ক:
বাংলাদেশ দলের মিডিয়া এক্টিভিটি নিয়ে নানা সময়েই প্রশ্ন এসেছে। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেরও ঠিকঠাক ব্যবহার করতে পারছে না, এমনও বলা হয়েছে প্রায়ই।


ঘরোয়া লিগ তো দূরের কথা, জাতীয় দলের অনেক ম্যাচও সম্প্রচার করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
সর্বশেষ আয়ারল্যান্ড সিরিজও দেখানো হয়নি বাংলাদেশের কোনো চ্যানেলে।


পরে আইসিসি টিভিতে ফ্রিতে খেলা দেখানোর ব্যবস্থা করে বিসিবি। তখন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন নিজস্ব টিভি আনার চিন্তা করছেন তারা।

সোমবার বিসিবিতে বোর্ড মিটিংয়ে বসেন পরিচালকরা। এরপর পাপন জানিয়েছেন, বিসিবি নিজস্ব স্যাটেলাইট চ্যানেলের জন্য আবেদন করবেন তারা।

মিরপুরে পাপন বলেন, ‘আমাদের এখানে খেলা দেখা নিয়ে একটু সমস্যা হচ্ছে। বিশেষ করে আমরা দেখেছি যে, বিপিএলের সময় যেটা দেখলাম, আমাদের এখান থেকে কেউ (সম্প্রচার স্বত্ব কেনার বিডিংয়ে) অংশগ্রহণই করেনি। আমাদের জন্য এটা অত্যন্ত দুঃখজনক। ’

‘এখানে আরও কতগুলো বিষয় আছে। আমরা দেখছি যে, যে সমস্ত খেলাগুলো দেখায়- শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ আফ্রিকা; ওই সমস্ত (ফ্র্যাঞ্চাইজি) লিগগুলো দেখাচ্ছে। কিন্তু আমাদের খেলা দেখানোয় কোনো আগ্রহ নেই। তাই আমাদের কাছে মনে হয়েছে এভাবে বসে থাকা যায় না। ’

আবেদন করে টিভি চ্যানেলের অনুমোদন পাওয়ার আশা করে পাপন বলেন, ‘এবারও আয়ারল্যান্ড (এওয়ে) সিরিজে কিন্তু আমরা পাচ্ছি না, কেউ কিন্তু দেখাচ্ছে না। আমরা ঠিক করেছি, বিসিবি টিভির জন্য আবেদন করবো। আজকে সিদ্ধান্ত নিয়েছি, আমরা নিজেরাই টিভির জন্য আবেদন করব। আমরা ইনশাআল্লাহ্‌ এটা পেয়ে যাব। পেয়ে গেলে আর এই খেলা দেখানোর জন্য কারও অপেক্ষা করতে হবে না। শুধু আন্তর্জাতিক ম্যাচ নয়, আমাদের টিভি থাকলে ঘরোয়া ম্যাচগুলোও আমরা দেখাতে পারব ‘


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir