রাজধানীর ভাটারা এলাকায় অভিযান চালিয়ে ৭১২ (২৩৪.৯৬ লিটার) নেশাজাতীয় বিয়ার ক্যানসহ সাদ্দাম হোসেন (৩৫) নামে এক মাদক কারবারীকে আটক করেছে র্যাব। বুধবার দিবাগত রাতে
র্যাব-১ উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে একটি প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে এই মাদকদ্রব্য জব্দ করে।
সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আটকের বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মোঃ পারভেজ রানা।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নেশাজাতীয় বিয়ার ক্যানসহ এক মাদক কারবারিকে আটক করা হয়। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দসহ ০২টি মোবাইল ফোন ও নগদ ২০১০ টাকা উদ্ধার করা হয়। আটক আসামীর বিরুদ্ধে মামলা দায়েরের পর উদ্ধারকৃত আলামতসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
টিপিএন২৪/ হৃদয়