চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
খাবার দোকানে কথা কাটাকাটির নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দুই গ্রুপ (বিজয় ও সিক্সটি নাইন গ্রুপ) এর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
শুক্রবার (৬ অক্টোবর) জুমার নামাজের পর ‘মায়ের দোয়া’ খাবারের দোকানে কথা কাটাকাটি থেকে সংঘর্ষের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজের পর খাবার শেষে টেবিল থেকে বের হবার সময় সিক্সটি-নাইন গ্রুপের কর্মী আজমিরের হাতের ধাক্কা লেগে টেবিলের ওপরে থাকা ডালের বাটি পড়ে যায়। এ বিষয়টি নিয়ে বিজয় গ্রুপের কর্মী মাহিরের সঙ্গে আজমিরের কথা-কাটাকাটি হয়। এ ঘটনার পর দুই পক্ষের অনুসারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে বিকেল ৩টার দিকে সংঘর্ষে জড়ায় তারা।
এ সময় উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
সংঘর্ষের সময় সিক্সটি নাইনের কর্মীরা শাহজালাল হলের সামনে ও বিজয় গ্রুপের কর্মীরা সোহরাওয়ার্দী হল মোড়ে অবস্থান নিয়ে ইট-পাটকেল নিক্ষেপ করেন। এ সময় উভয় পক্ষের কর্মীদের দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিতে দেখা যায়।
জানা গেছে, বিজয় পক্ষের একাংশের কর্মীরা শাখা ছাত্রলীগ নেতা সাখাওয়াত হোসেনের অনুসারী৷ সিক্সটি নাইন পক্ষের কর্মীরা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদুল ইসলাম সাঈদের অনুসারী।
চবি প্রক্টর ড. মোহাম্মদ নুরুল আজিম সিকদার বলেন, খাবার হোটেলে কথা কাটাকাটি থেকে সংঘর্ষের সূত্রপাত হয়।
খবর পেয়ে প্রক্টরিয়াল বডি ও পুলিশ প্রশাসন ঘটনাস্থলে এসে সংঘর্ষ নিয়ন্ত্রণে এনেছে।
বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের প্রধান কর্মকর্তা ডা. আবু তৈয়ব বলেন, ‘সংঘর্ষে আহত ১৯ জন চিকিৎসা নিয়ে ফিরে গেছেন। সবাই পাথরে আঘাত পেয়েছে, গুরুতর আহত কেউ নেই।