রবিবার, ১৩ জুলাই ২০২৫, ১২:১৭ পূর্বাহ্ন

তানজিদ তামিমের ওপরই আস্থা রাখছেন হাথুরু

রিপোর্টারের নাম / ২২৬ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে বুধবার, ১১ অক্টোবর, ২০২৩, ১০:৪৮ পূর্বাহ্ন

অনলাইন ডেস্ক:
সব কিছুই যেন বাংলাদেশের ফেভারে ছিল। স্লো উইকেট। ধর্মশালার এই মাঠে জয়ের অভিজ্ঞতা। এমনকি টস জিতে বাংলাদেশের কাজটা আরও সহজ হয়ে গিয়েছিল। তারপরও ১৩৭ রানের বিশাল ব্যবধানে হেরে গেল লাল-সবুজরা। না বোলিং না ব্যাটিং, না ফিল্ডিং- কোনো বিভাগেই নিজেদের মেলে ধরতে পারলেন না বাংলাদেশের ক্রিকেটাররা। ইংল্যান্ড প্রথমে ব্যাট করে ৩৬৪ রান করে। জবাবে ২৬ রানেই প্রথম তিন উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে শান্ত-তামিমরা। আর বাংলাদেশের ইনিংস গুটিয়ে যায় মাত্র ২২৭ রানেই। টপ অর্ডারের এমন ব্যর্থতা নিয়ে কথা বলেছেন টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

লিটন দাসের সঙ্গে ওপেনিংয়ে নামা তানজিদ তামিমের আন্তর্জাতিক ক্যারিয়ারে যাত্রা মাত্র কিছুদিন আগে। বিশ্বকাপের মতো বড় মঞ্চে মাত্র দুই ম্যাচ খেলেছেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে ব্যর্থ হলেও তরুণ এই ওপেনারের ওপর আস্থা রাখছেন হাথুরুসিংহে। তিনি জানান, তামিম থেকে ভালো কিছু পেতে হলে ধৈর্য ধরতে হবে।
টাইগারদের প্রধান কোচ বলেন, ‘বিশ্বকাপে তামিম মাত্র দুইটা ম্যাচ খেলেছে। সে কিন্তু প্রস্তুতি ম্যাচগুলোতে রান পেয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে একটু সময় লাগে। যদি আপনি কাউকে দুই ইনিংস দেখেই সিদ্ধান্ত নেন তাহলে মালান আজকে এখানে খেলতো না। তাই আমাদেরকে ধৈর্য ধরতে হবে।’

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বোলারদের সমালোচনা করে হাথুরুসিংহে বলেন, ‘পরিকল্পনা ছিল স্টাম্প লাইনে বল করা। অফ স্টাম্পের বাইরের লাইনে বোলিং করা নয়, বিশেষ করে প্রথম ১০ ওভারে। পরিকল্পনা বাস্তবায়ন করতে না পারায় আমরা পিছিয়ে পড়েছি। আমি এই ম্যাচের বোলিং নিয়ে সন্তুষ্ট নয়। আমরা আরও স্টাম্পে বল করতে পারতাম।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir