রাজশাহীর চারঘাট উপজেলার আইন শৃঙ্খলা এবং জনগনের সার্বিক সেবা প্রদানে সর্বদা প্রস্তুত উপজেলা প্রশাসন।
বুধবার সকালে উপাজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি)।
উপজেলার পাচঁবাড়িয়া নামক এলাকায় অবৈধ পুকুর খনন বন্ধ করেন। ওই সময় এক দল অসাধু ব্যবসায়ী কৃষি দপ্তরের কোন নিয়মনীতি এবং প্রশাসনের আইন অমান্য করে পুকুর খনন করছিল। ভ্রাম্যমাণ অভিযানের মাধ্যমে তাদের অবৈধ পুকুর খননের জন্য ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভবিষ্যতে কঠোর হুসিয়ারী দিয়ে সর্তক করে দেন বলে পত্রিকার প্রতিনিধিকে জানান সহকারী কমিশনার (ভূমি)।