বরিশাল বিভাগীয় পাসপোর্ট অফিসের সামনে থেকে আটক দুই দালালকে দেড় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। পাশাপাশি দুই জনকে চারশ’ টাকা করে জরিমানা আনাদায়ে আরো ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।
বুধবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম হিসেবে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মুহাম্মদ মারজানুর রহমান এ দন্ড দেন। এর আগে সকালে অভিযান চালিয়ে দুদকের একটি দল ওই দুই জনকে আটক করে। তারা হলো-বরিশালের বাবুগঞ্জ উপজেলার পূর্ব ভুতেরদিয়া গ্রামের বাসিন্দা মৃত আব্দুল জব্বারের ছেলে মো. জাকির হোসেন (৪৮) ও উজিরপুর উপজেলার সাতলা গ্রামের বাসিন্দা খোকন শাহ’র স্ত্রী সাহিদা বেগম (৩৮)। দুদক বরিশাল জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক রাজ কুমার সাহা বলেন, বরিশাল পাসপোর্ট অফিসে দালালদের দৌরাত্ম শীর্ষক একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি প্রধান কার্যালয়ে পাঠানো হয়। প্রধান কার্যালয়ের অনুমতি নিয়ে বুধবার সকাল ১০ টা থেকে তাদের একটি গোয়েন্দা দল পাসপোর্ট অফিসের সামনে অভিযান করে। এ সময় তারা দুই জনকে আটক করে।
সহকারী পরিচালক বলেন, জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে পাসপোর্ট অফিসের দুইজন তাদের সহযোগিতা করে। দুই জনের মধ্যে একজন পালিয়েছে। অপরজন জিজ্ঞাসাবাদ করলে সে দালালদের সহযোগিতার বিষয়টি অস্বীকার করেছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে বরিশাল বিভাগীয় পাসপোর্ট অফিসের উপ-পরিচালক আবু নোমান মো. জাকির হোসেন।
অভিযানে মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার একটি দল সহায়তা করেছে বলে দুদকের সহকারী পরিচালক জানিয়েছেন।