রবিবার, ১৩ জুলাই ২০২৫, ১২:৩৪ পূর্বাহ্ন

গানে গানে সবার হৃদয় ভরে যাক : জেমস

অনলাইন ডেস্ক: / ৭৪ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে বুধবার, ১ জানুয়ারী, ২০২৫, ৩:৫২ অপরাহ্ন
-ফাইল ফটো

বিদায় ২০২৪ সাল। আজ থেকে শুরু নতুন বছর। বিশ্বজুড়ে স্বাগত জানানো হয়েছে ২০২৫ সালকে। স্বাগত জানিয়েছে বিনোদন অঙ্গনও।

তারকাদের চোখ নতুন বছর ঘিরে। এ বছরের কর্ম পরিকল্পনার পাশাপাশি ভক্ত অনুরাগীদের শুভেচ্ছাও জানিয়েছেন তারকাগন। যে তালিকার রয়েছেন নগরবাউল জেমসও।

 

উপমহাদেশের অন্যতম আইকনিক ব্যান্ড সংগীতশিল্পী ফারুক মাহফুজ আনাম জেমস নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন তার ভক্তদের।

ভক্তদের উদ্দেশে জেমস বলেন, ‘নতুন বছরে আমার ভক্তদের জন্য শুভেচ্ছা রইলো। ভক্তরাই আমার প্রাণ। আমার গানকে তারা যেভাবে হৃদয়ে লালন করেছেন তাতে আমি সবার প্রতি কৃতজ্ঞ। এ বছরও আমার প্রতি সবার ভালোবাসা অব্যাহত থাকবে আশা করি।

নতুন বাংলাদেশে নিয়ে প্রত্যাশা জানিয়ে জেমস বলেন, ‘গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন এক বাংলাদেশের সূচনা হয়েছে। তাই নতুন বছরে আমার প্রত্যাশা একটু বেশি। আমি সংস্কৃতিবান্ধব সমৃদ্ধির এক বাংলাদেশ চাই। আমাদের গান ও সংস্কৃতি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ুক। গত বছর গান নিয়ে আমার অনেক ব্যস্ততা ছিল।

আমি দেশ এবং দেশের বাইরে অনেকগুলো কনসার্টে অংশ নিয়েছিলাম। বিশেষ করে সৌদি আরবের কনসার্ট ছিল আমার কাছে বেশ গুরত্বপূর্ণ। আমার বিশ্বাস নতুন বছরে আরও বেশি বেশি কনসার্ট হবে দেশ এবং দেশের বাইরে। সব শিল্পীরা ভালো থাকবে। দেশের প্রতিটি মানুষের প্রত্যাশা অনুযায়ী স্বপ্ন পূরণ হবে।

গানপ্রেমী ভক্তদের শুভেচ্ছা জানিয়ে জেমস বলেন, ‘আবার আমার প্রিয় গানপাগল ভক্তদের জানাই আন্তরিক শুভেচ্ছা। নতুন বছরটা এক গানের বছর হোক। গানে গানে সবার হৃদয় ভরে যাক।’

সম্প্রতি বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে গান গেয়ে দর্শক মাতিয়েছেন জেমস। বছরের শেষদিকে করেছেন সৌদি আরবে কনসার্ট। বিশ্ব্যব্যাপী কনসার্ট করে মাতিয়েছেন সংগীতপ্রেমীদের। নতুন বছরেও সেই ধারা অব্যাহত রাখার প্রত্যাশা জানালেন জেমস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir