পিরোজপুরে রাস্তা পার হতে গিয়ে বৃদ্ধের মৃত্যু
পিরোজপুরে রাস্তা পার হতে গিয়ে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় শহিদুল হাওলাদার (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে পিরোজপুরের সংকরপাশা গ্রামের ঝাউতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শহিদুল হাওলাদার পিরোজপুর সদর উপজেলার উত্তর সংকরপাশা গ্রামের নুরুল হক হাওলাদারের ছেলে।
নিহতের ভগ্নিপতি জাকির হোসেন বলেন, ঝাউতলা এলাকায় তার শ্যালক শহিদুল ইসলাম রাস্তা পার হতে গিয়েছিলেন। এ সময় পিরোজপুর থেকে পাড়েরহাটের দিকে যাওয়া একটি ব্যাটারি চালিত অটোরিকশা তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান। পরে অপর দিক থেকে আসা অন্য একটি অটোরিকশা তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অমিত সরকার বলেন, তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।
পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান বলেন, সংকরপাশা গ্রামের ঝাউতলা এলাকায় একজনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।